এখন পড়ছেন
হোম > জাতীয় > “দেশের উন্নয়নে কেন্দ্র-রাজ্য একসঙ্গে কাজ করা উচিত।” – নীতি আয়োগের ভার্চুয়াল বৈঠকে রাজ্যকে নির্দেশ প্রধানমন্ত্রীর

“দেশের উন্নয়নে কেন্দ্র-রাজ্য একসঙ্গে কাজ করা উচিত।” – নীতি আয়োগের ভার্চুয়াল বৈঠকে রাজ্যকে নির্দেশ প্রধানমন্ত্রীর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ নীতি আয়োগের বৈঠকে যোগদান করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বক্তব্য রাখছেন তিনি ভার্চুয়াল ভাবে। প্রধানমন্ত্রী জানালেন, কেন্দ্রীয় সরকারের প্রাথমিক লক্ষ হলো উন্নয়ন। রাজ্যগুলির সার্বিক উন্নতির লক্ষ্যে গুরুত্ব দিয়ে পরিকল্পনা করা হচ্ছে। তিনি জানালেন দরিদ্র মানুষের জীবনযাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। উন্নয়নের বিষয়ে বেসরকারি ক্ষেত্রের গুরুত্বপূর্ণ অবদানের কথা জানালেন প্রধানমন্ত্রী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানালেন যে, কর্পোরেট কর কমে যাবার সুবিধে রাজ্যগুলি নিক। তিনি জানালেন কেন্দ্রীয় বাজেটকে সামনে রেখে রাজ্যগুলি বাজেট তৈরি করুক। রাজ্য গুলির সার্বিক উন্নতির দিকে লক্ষ রেখেই কেন্দ্র পরিকল্পনা করছে। উন্নয়নে কেন্দ্র ও রাজ্যকে একসঙ্গে কাজ করার বার্তা দিলেন প্রধানমন্ত্রী। তিনি জানালেন, দেশে করোনা মোকাবিলার সময় কেন্দ্র-রাজ্য হাত মিলিয়ে কাজ করেছে। যৌথভাবে কাজ করায় সফলতা পাওয়া গেছে।

তিনি জানালেন যে, দেশের উন্নয়নে কেন্দ্র ও রাজ্যকে একসঙ্গে কাজ করা প্রয়োজন। কয়েকটি রাজ্য ভালো কাজ করছে বলে জানালেন প্রধানমন্ত্রী।
তাৎপর্যপূর্ণভাবে নীতি আয়োগের এই অনুষ্ঠানে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও কেন্দ্রশাসিত অঞ্চলের লেফটেন্যান্ট গভর্নর প্রমুখরা যোগদান করলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বৈঠকে যোগদান করেনি। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই বৈঠক গুরুত্বহীন।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!