এখন পড়ছেন
হোম > জাতীয় > দেশজুড়ে বাঁধভাঙ্গা গতিতে বাড়ছে করোনা, পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু

দেশজুড়ে বাঁধভাঙ্গা গতিতে বাড়ছে করোনা, পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতকাল দেশের দৈনিক করোনা সংক্রমণ ২ লক্ষের গন্ডি অতিক্রম করেছিল। আজও এমন অবস্থা বহাল রইলো। গত ২৪ ঘন্টায় প্রায় ২ লক্ষ ১৭ হাজারেরও বেশি মানুষ করোনা আক্রান্ত হলেন। প্রায় ১২০০ জন মানুষ প্রাণ হারালেন করোনায়।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ১৭ হাজার ৩৫৩ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে মোট ১১৮৫ জনের। অন্যদিকে গত 24 ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১ লক্ষ ১৮ হাজার ৩০২ জন। সম্প্রতি দেশে মোট ১৫ লক্ষ ৬৯ হাজার ৭৪৩ জন করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, ছত্রিশগড়, দিল্লি সহ বেশকিছু রাজ্যের পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। দিল্লি ও মুম্বাইয়ের বেশকিছু হাসপাতালে ইতিমধ্যেই শুরু হয়েছে বেডের অভাব। সেই সঙ্গে রয়েছে চিকিৎসকের অভাব, অক্সিজেনের অভাব, ভেন্টিলেটরের অভাব। বিনা চিকিৎসায় বহু মানুষের মৃত্যু হচ্ছে। মৃতদেহ নিতে এসে হাসপাতালের বাইরে দাঁড়িয়ে থাকতে হচ্ছে পরিবার পরিজনদের।

দিল্লির এক সরকারি হাসপাতালে দেখা যাচ্ছে যে, এক বেডে দুজন করে করোনা রোগীকে রাখা হয়েছে। কোনমতে ঠাসাঠাসি অবস্থায় চলছে অক্সিজেন। অধিকাংশ হাসপাতালে মিলছে না বেড। সদ্য মৃত পরে থাকছে বেডে, তার পাশেই শুয়ে করোনা রোগী। হাসপাতালের বাইরে দেখা যাচ্ছে অ্যাম্বুলেন্সের বিরাট লাইন। হাসপাতালে ভর্তির জন্য বাইরে অপেক্ষা করছেন বহু করোনা রোগী।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!