এখন পড়ছেন
হোম > জাতীয় > দেশজুড়ে বাড়ছে করোনার সংক্রমণ, গত ২৪ ঘন্টায় রেকর্ড সংক্রমণ

দেশজুড়ে বাড়ছে করোনার সংক্রমণ, গত ২৪ ঘন্টায় রেকর্ড সংক্রমণ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে দেশজুড়ে। একদিকে করোনার নতুন স্টেন, অন্যদিকে মানুষের অসচেতনতা সংক্রমণ বৃদ্ধি করেছে বহুগুণে। গত ২৪ ঘন্টায় চলতি বছরের মধ্যে রেকর্ড সংখ্যক মানুষ করোনা আক্রান্ত হলেন। যার সংখ্যা প্রায় ৫০ হাজারের কাছাকাছি চলে গেছে। অন্যদিকে গত ২৪ ঘন্টায় দেশজুড়ে করোনায় মৃত্যু ঘটেছে ২৭৫ জনের। এই অবস্থায় ৪৫ বছর বা তার বেশি বয়স্ক মানুষদের দ্রুত ভ্যাকসিন নেওয়ার আর্জি জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।

গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে করোনায় আক্রান্ত হলেন ৪৭ হাজার ২৬২ জন। গতকাল যার সংখ্যা ছিল ৪০ হাজার ৭১৫ জন। অর্থাৎ, এক দিনেই বৃদ্ধি পেয়েছে ৭ হাজার। অন্যদিকে গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ঘটেছে ২৭৫ জনের। গতকাল যা ছিল ১৯৯ জন। সংক্রমণ বৃদ্ধির জন্য বিশেষজ্ঞরা একদিকে যেমন করোনার নতুন স্টেনকে দায়ী করেছেন, অন্যদিকে দায়ী করেছেন মানুষের অসচেতনতাকে। মাস্ক পরিধানে অনীহা, অবাধে জনসমাগম, স্বাস্থ্যবিধি না মানা – এগুলি থেকেই বাড়ছে করোনার সংক্রমণ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

করোনা সংক্রমণ বৃদ্ধি হওয়ার কারণে দিল্লিতে হোলি খেলা ও হোলির অনুষ্ঠান এবারের জন্য নিষিদ্ধ করা হলো। সেই সঙ্গে সঙ্গেই বরাতের জমায়েত, নবরাত্রির অনুষ্ঠানেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মহারাষ্ট্রতেও একাধিক উৎসব-অনুষ্ঠানে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গতকাল মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরের স্ত্রী রেশমি ঠাকরে করোনা আক্রান্ত হয়েছেন। আন্তর্জাতিক বিমান পরিবহন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত বন্ধ করা হলো।

করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে আগামী পয়লা এপ্রিল থেকে ৪৫ বছর বয়স্ক, বা তার উপরে থাকা সমস্ত ব্যক্তিদের দ্রুত ভ্যাকসিন নেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে যে, সম্প্রতি ব্রিটেন, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল সহ একাধিক স্থানে নতুন স্টেনের সন্ধান পাওয়া গেছে। এখনো পর্যন্ত যা ৭৯৫ জনের পাওয়া গেছে। যা অধিক বিপদজনক। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্যে নতুন স্টেনের সংখ্যা কতজন? তা নিয়ে রাজ্যকে অবগত থাকতে হবে। কেন্দ্রের গাইডলাইনে মাইক্রো কন্টেইনমেন্ট জোন তৈরির কথাও বলা হয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!