এখন পড়ছেন
হোম > জাতীয় > দেশজুড়ে অক্সিজেনের অভাব মেটাতে বিশেষ সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

দেশজুড়ে অক্সিজেনের অভাব মেটাতে বিশেষ সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দেশের করোনা পরিস্থিতিকে আরও দুর্বিসহ করে তুলেছে অক্সিজেনের অভাব। অক্সিজেনের অভাবে প্রাণ হারাচ্ছেন বহু করোনা রোগী। একাধিক চিকিৎসা প্রতিষ্ঠানে মিলছে না অক্সিজেন। অক্সিজেনের অভাবের ফলে শুরু হয়েছে অক্সিজেনের কালোবাজারি। বিপুল মূল্য দিয়েও অনেক সময় মানুষ কিনতে অক্ষম হচ্ছেন প্রাণবায়ু। এই পরিস্থিতিতে অক্সিজেনের ঘাটতি মেটাতে এক বিশেষ সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অক্সিজেনের অভাব দেশের করোনা পরিস্থিতিকে তীব্র ভাবে বিপর্যস্ত করে তুলেছে। দিল্লি, উত্তরপ্রদেশের একাধিক হাসপাতালে অক্সিজেনের অভাবে প্রাণ হারিয়েছেন বহু করোনা আক্রান্ত। আজ কর্নাটকের এক সরকারি হাসপাতালে অক্সিজেনের অভাবে ২৪ জনের মৃত্যু হয়েছে। ১০০ জন করোনা রোগী এই হাসপাতালে ভর্তি ছিলেন। তাদের মধ্যে ২৪ জনের মৃত্যু হয়েছে অক্সিজেনের অভাবে। এবার এ বিষয়ে বিশেষ পদক্ষেপ নিলেন প্রধানমন্ত্রী।

সম্প্রতি, দেশের করোনা পরিস্থিতি নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক ডেকেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বৈঠকে দেশে অক্সিজেনের অভাব কিভাবে মেটানো যায়? সে বিষয়ে আলোচনা করেছেন তিনি। এ বৈঠকে তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে, এবার থেকে দেশের নাইট্রোজেন প্ল্যান্ট গুলিতে অক্সিজেন তৈরি করা হবে। নাইট্রোজেন প্ল্যান্টগুলোকে অক্সিজেন প্লান্টে রূপান্তরিত করার কাজ কতদূর শুরু করা যাবে? এ বিষয়েও তিনি খোঁজখবর নিয়েছেন বৈঠকে। জানা গেছে, আপাতত দেশের মোট ১৪ টি নাইট্রোজেন প্লান্টকে অক্সিজেন প্লান্টে রূপান্তরিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরবর্তীতে তা আরও বাড়ানো হবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!