এখন পড়ছেন
হোম > জাতীয় > দেশজুড়ে সবুজ ঝড় তুলতে এবার পিকেকে নিয়ে সুদূর দক্ষিণের এই রাজ্যে পাড়ি দিল তৃণমূল

দেশজুড়ে সবুজ ঝড় তুলতে এবার পিকেকে নিয়ে সুদূর দক্ষিণের এই রাজ্যে পাড়ি দিল তৃণমূল


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে অভূতপূর্ব জয় পাওয়ার পর এবার দেশজুড়ে ছড়িয়ে পড়ার লক্ষ্যমাত্রা রয়েছে রাজ্যের শাসক দল তৃণমূলের। আর সেই মতো ত্রিপুরা, অসমে সংগঠন মজবুত ও বিস্তার করার কাজে নেমে পড়েছে তৃণমূল আর এবার দলের সংগঠন মজবুত করার কাজে ভোট কুশলী প্রশান্ত কিশোরকে নিয়ে সুদূর দক্ষিণের রাজ্যে গোয়াতে উপস্থিত হল তৃণমূল। গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দলে এনে এক ধাক্কায় বড়োসড়ো ঝটকা দিতে চলেছে তৃণমূল, এমনটাই জানা যাচ্ছে ঘাসফুল সূত্রে।

আগামী বছর গোয়াতে রয়েছে বিধানসভা নির্বাচন। ৪০ টি আসনের এই রাজ্যে শেষবারের মতো বিধানসভা নির্বাচন হয়েছিল ২০১৭সালে। যেখানে কংগ্রেসের হাতে ছিল ১৭ টি আসন আর বিজেপির হাতে ছিল ১৩ টি আসন। তবে এরপর প্রবল ভাঙ্গন ধরে কংগ্রেস শিবিরে। যার ফলে বিজেপির হাতে ২৭ টি আসন চলে আসে। আর কংগ্রেসের আসন সংখ্যা কমতে কমতে দাঁড়িয়েছে ৫ টিতে। গোয়াতে সরকার গঠন করেছে বিজেপি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এবার এই রাজ্যে নিজেদের সংগঠন বিস্তারের কাজে নেমে পড়ল তৃণমূল। ইতিমধ্যেই গোয়াতে পৌঁছে গেছে প্রশান্ত কিশোরের টিম আইপ্যাক। তৃণমূলের শীর্ষ নেতৃত্বও এবার যেতে চলেছেন গোয়াতে। আবার, গোয়াতে যাওয়ার কথা রয়েছে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বিধানসভা নির্বাচনের আগেই গোয়াতে বড়োসড়ো ঝড় তোলার পরিকল্পনা রয়েছে তৃণমূলের।

আর সেইসঙ্গেই জানা যাচ্ছে যে, গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেরিও এবার যোগদান করতে পারেন তৃণমূলের। দীর্ঘদিন ধরে কংগ্রেসের সঙ্গে রয়েছেন তিনি। জাতীয় রাজনীতিতে অত্যন্ত প্রভাবশালী হলেন তিনি। ২০১৩ সাল থেকে কংগ্রেসের সাধারণ সম্পাদক হিসেবে কাজ করতে দেখা গেছে তাঁকে। দক্ষিণের রাজনীতিতে তিনি অত্যন্ত পরিচিত একজন মুখ। এবার তাঁকে দলে নিয়ে এক ধাক্কায় অনেকদূর এগিয়ে যাবার পরিকল্পনা রয়েছে তৃণমূলের।

প্রসঙ্গত, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিপূর্বে জানিয়ে দিয়েছেন যে, তৃণমূল গোটা দেশজুড়ে মজবুত সংগঠন গড়ে তুলতে চায়। যে রাজ্যতে তৃণমূল যাবে, সেখানে একটি বা দুটি আসন জেতা তৃণমূলের লক্ষ্য নয়, সেখানে সরকার গঠনে বড়সড় ভূমিকা পালন করতে হবে তৃণমূলকে। এরপর ত্রিপুরার মাধ্যমেই কাজ শুরু করে তৃণমূল। এরপর সেই কাজ শুরু করেছে অসমে। আর এবার তৃণমূল সেকাজ শুরু করতে চলেছে দক্ষিণের রাজ্য গোয়াতে। যা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

রাজ্যে রাজ্যে ছড়িয়ে পড়ে আগামী ২০২৪ এর লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে একটা বড়সড় প্রতিপক্ষ হিসেবে উঠে দাঁড়াতে চাইছে রাজ্যের শাসক দল তৃণমূল। রাজ্যের গণ্ডিতে আর সীমাবদ্ধ না থেকে, সারাদেশে ছড়িয়ে পড়তে চাইছে তৃণমূল। রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপির শত প্রচেষ্টা সত্ত্বেও যেভাবে সাফল্য পেয়েছে তৃণমূল, তা যথেষ্ট উজ্জীবিত করেছে ঘাসফুল শিবিরকে। আর আগামী লোকসভা নির্বাচনে বিজেপিকে মসনদ থেকে ছুঁড়ে ফেলে দেশের শাসন ক্ষমতা দখলে উদগ্রীব হয়ে উঠেছে তৃণমূল। আর এ কাজে তৃণমূলের মুখ্য সহায়ক হয়ে উঠেছেন ভোট কুশলী প্রশান্ত কিশোর।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!