এখন পড়ছেন
হোম > অন্যান্য > দেশজুড়ে থাবা বিস্তার ওমিক্রনের, তীব্র আশঙ্কা বিশেষজ্ঞের বক্তব্যে, অশনিসংকেত তৃতীয় ঢেউয়ের

দেশজুড়ে থাবা বিস্তার ওমিক্রনের, তীব্র আশঙ্কা বিশেষজ্ঞের বক্তব্যে, অশনিসংকেত তৃতীয় ঢেউয়ের


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট – বিশ্বে লাফিয়ে বাড়ছে ওমিক্রনের সংক্রমণ। যা থেকে করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। পৃথিবীর একাধিক দেশের মতো ভারতেও ক্রমশ বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় দেশের বিভিন্ন প্রান্তের বহু মানুষ ওমিক্রণ আক্রান্ত হলেন। যার ফলে দেশে ওমিক্রন আক্রান্তের মোট সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫৩। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করলেন এইমসের প্রধান ডঃ রণদীপ গুলেরিয়া।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গত ২৪ ঘন্টায় মহারাষ্ট্রে ৬ জন, গুজরাতে ৪ জনের শরীরে পাওয়া গেল ওমিক্রণ, পশ্চিমবঙ্গে ১ জনের শরীরে ওমিক্রনের সন্ধান পাওয়া গেছে। ওমিক্রনের আক্রান্তের সংখ্যা সর্বাধিক রয়েছে মহারাষ্ট্রে, এরপরে রয়েছে দিল্লি, রাজস্থান, কর্ণাটক, তেলেঙ্গানা, গুজরাট, পশ্চিমবঙ্গ। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের একাধিক দেশে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে ওমিক্রণ। যা থেকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে দৈনিক সংক্রমণ ও মৃত্যু।

এই অবস্থায় তীব্র উদ্বেগ প্রকাশ করলেন এইমসের প্রধান ডঃ রণদীপ গুলেরিয়া। এ প্রসঙ্গে তিনি জানালেন, ভারতকে যেকোনো পরিস্থিতির মোকাবিলার জন্য তৈরি থাকতে হবে। তিনি আশা করছেন, বৃটেনের মত খারাপ পরিস্থিতি ভারতে হবে না। তবে, ওমিক্রণ নিয়ে আরো তথ্যের প্রয়োজন রয়েছে। যখনই বিশ্বের অন্যান্য স্থানে ওমিক্রণ আক্রান্তের সংখ্যা বাড়ছে, তখনই এটি গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে। আর যেকোনো পরিস্থিতির জন্য দেশকে প্রস্তুত থাকতে হবে। সমস্যায় হঠাৎ করে পড়ার থেকে আগেভাগে প্রস্তুত থাকা ভালো।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!