এখন পড়ছেন
হোম > জাতীয় > দেশ জুড়ে আশঙ্কাজনক ভাবে বাড়ছে করোনা, দৈনিক সংক্রমনের আবার নতুন রেকর্ড

দেশ জুড়ে আশঙ্কাজনক ভাবে বাড়ছে করোনা, দৈনিক সংক্রমনের আবার নতুন রেকর্ড


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি করোনা আক্রান্ত দেশগুলির মধ্যে তৃতীয় স্থানে রয়েছে ভারত, প্রথম স্থানে রয়েছে আমেরিকা, দ্বিতীয় স্থানে ব্রাজিল। তবে, দেশে যেভাবে করোনার সংক্রমণ বাড়ছে, তাতে কিছুদিনের মধ্যেই শীর্ষস্থানে চলে যাবার আশংকা আছে। প্রতিদিন ১ লক্ষেরও বেশি মানুষ নতুন করে করোনা আক্রান্ত হচ্ছেন। এই পরিস্থিতিতে গত ২৪ ঘন্টায় দেশে করোনা সংক্রামিত হয়েছেন ১ লক্ষ ৩১ হাজার ৭৮৭ জন।

গত ২৪ ঘন্টায় দেশে মোট করোনা আক্রান্ত হলেন ১ লক্ষ ৩১ হাজার ৭৮৭ জন। অন্যদিকে গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ঘটেছে দেশের মোট ৮০২ জন মানুষের। দেশের বিভিন্ন রাজ্যগুলির মধ্যে মহারাষ্ট্রের আশঙ্কা সবচেয়ে উদ্বেগজনক। মহারাষ্ট্রে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৫৬ হাজার ২৮৬ জন। কর্নাটকে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৫৭০ জন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

দিল্লিতে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ৭৪৩৭ জন। উত্তরপ্রদেশে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্তর সংখ্যা ৮৪৭৪ জন। ছত্রিশগড়ে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হলেন ১০ হাজার ৬৫২ জন। মহারাষ্ট্রের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে লকডাউন, নাইট কারফিউ ইতিমধ্যেই শুরু হয়েছে। করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে যোগদান করেছিলেন। যেখানে প্রধানমন্ত্রী জানিয়েছেন, যুদ্ধকালীন তৎপরতায় করোনাকে রুখতে হবে।

এই বৈঠকে প্রধানমন্ত্রী জানিয়েছেন, করোনা আক্রান্ত কোন ব্যক্তির সংস্পর্শে আসা অন্তত ৩০ জনকে দ্রুত খুঁজে বের করতে হবে। তা করতে পারলেই করোনার শৃঙ্খলা ভেঙে দেওয়া সম্ভব হবে। এর সঙ্গে সঙ্গেই প্রধানমন্ত্রী সতর্ক করেছেন দেশবাসীকে। মাইক্রো-কনটেনমেন্ট জোন করার ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। করোনা সংক্রামিত স্থানে নাইট কারফিউ জারি করার সম্ভাবনা রয়েছে। প্রধানমন্ত্রী দেশজুড়ে টিকা উৎসব পালন করার সিদ্ধান্ত নিয়েছেন ১১ থেকে ১৪ ই এপ্রিল পর্যন্ত।

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!