এখন পড়ছেন
হোম > জাতীয় > দেশ জুড়ে তীব্র গতিতে বাড়ছে করোনার সংক্রমণ, খাদের কিনারায় পৌঁছে গেছে দেশ

দেশ জুড়ে তীব্র গতিতে বাড়ছে করোনার সংক্রমণ, খাদের কিনারায় পৌঁছে গেছে দেশ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দেশে তীব্র গতিতে বাড়ছে করোনার সংক্রমণ। একাধিক রাজ্যে যে সময় চলছে নির্বাচন, সে সময়েই ব্যাপকভাবে বাড়ছে সংক্রমণ। গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৮১ হাজারেরও বেশি মানুষ। অন্যদিকে, গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ঘটেছে ৪৬০ জনেরও বেশি মানুষের। গত ২৪ ঘন্টার এই ভয়াবহ সংক্রমণ উদ্বেগ বাড়িয়ে দিয়েছে কেন্দ্র সরকারের।

গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন মোট ৮১ হাজার ৪৬৬ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ঘটেছে ৪৬৯ জনের। যা এ বছরের রেকর্ড। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ৫০ হাজার ৩৫৬ জন। গত ২৪ ঘন্টায় মহারাষ্ট্রেই করোনা আক্রান্ত হয়েছেন ৪৩ হাজার ১৮৩ জন। মহারাষ্ট্রের সঙ্গে সঙ্গে করোনা পাল্লা দিয়ে বাড়ছে গুজরাট, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, কর্ণাটকের মতো রাজ্যগুলিতেও।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই পরিস্থিতিতে করোনার ভ্যাক্সিনেশন বৃদ্ধির লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্রীয় সরকার। দ্রুত করোনার ভ্যাকসিন দেশবাসীর কাছে পৌঁছে দিতে চাইছে কেন্দ্র। এ কারণে এখন থেকে সপ্তাহের প্রতিদিন করোনার ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি হাসপাতাল, স্বাস্থ্য কেন্দ্র ছাড়াও বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রতেও প্রতিদিন করোনার টিকাকরন করা হবে বলে জানা যাচ্ছে। আর এর সঙ্গেই বাড়ানো হচ্ছে করোনার টেস্টিং এর সংখ্যা।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!