এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “দেশকে দুর্বল করার চেষ্টা করছেন মমতা” নয়া অভিযোগ তুলে বিস্ফোরক শুভেন্দু!

“দেশকে দুর্বল করার চেষ্টা করছেন মমতা” নয়া অভিযোগ তুলে বিস্ফোরক শুভেন্দু!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনের সময় যত এগিয়ে আসছে, ততই রাজনৈতিক তরজা বাড়তে শুরু করেছে। তৃণমূলের অস্বস্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে, একসময়কার শাসকদলের হেভিওয়েট নেতারাই। শুভেন্দু অধিকারী থেকে শুরু করে রাজীব বন্দ্যোপাধ্যায়ের মত তৃণমূলের একসময়কার শীর্ষস্তরের নেতারা এখন ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছেন।

বিভিন্ন সভা সমিতিতে তারা প্রাক্তন দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করে চলেছেন। আর এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্যের ব্যাপারে প্রশ্ন তুলে নিজের প্রাক্তন নেত্রীকে কার্যত বিড়ম্বনায় ফেলে দেওয়ার চেষ্টা করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। যেখানে দেশকে দুর্বল করার অভিযোগ তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে।

কিন্তু কেন হঠাৎ করে তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এই ধরনের অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী? বলা বাহুল্য, কিছুদিন আগেই নেতাজির জন্ম জয়ন্তীতে পদযাত্রা করে একটি সভার মধ্যে দিয়ে গোটা দেশে চারটি রাজধানী হওয়া প্রয়োজন বলে সওয়াল করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছিল। আর এই পরিস্থিতিতে নোয়াপাড়ার সভা থেকে এই ব্যাপারে সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় জবাব দেন শুভেন্দুবাবু।

তিনি বলেন, “নেতাজী বলেছিলেন, দিল্লি চলো। আর আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী বলছেন, চারটে রাজধানী চাই। দেশকে দুর্বল করার চেষ্টা চলছে। এসব চলবে না। হারবেন, বিপুল ভোটে হারবেন। কলকাতা এবং দিল্লিতে একই সরকার চাই। রাজ্যে ভালো করে পদ্ম ফোটাতে হবে।” স্বাভাবিকভাবেই কিছুদিন আগেই দলত্যাগ করা শুভেন্দু অধিকারীর মুখ থেকে প্রাক্তন নেত্রী সম্পর্কে এই ধরনের বিস্ফোরক অভিযোগ যে তৃণমূলকে কিছুটা হলেও বিড়ম্বনায় ফেলে দেবে, সেই ব্যাপারে নিশ্চিত একাংশ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশ্লেষকরা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বরাবর দিল্লি কেন্দ্রীক রাজনীতির বিরোধিতা করেন। এক্ষেত্রে নেতাজির জন্ম জয়ন্তীর দিন এই ব্যাপারে দেশের চারটি জায়গায় রাজধানী দেওয়া উচিত বলে দাবি করতে শোনা গিয়েছিল তাকে। যাকে অনেকে স্বাগত জানালেও, অনেকে আবার এর পেছনে রাজনৈতিক কৌশল রয়েছে বলে মনে করেছিলেন।

আর এই পরিস্থিতিতে সেই “দেশের চারটি রাজধানী হওয়া প্রয়োজন” বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবিকে কার্যত নস্যাৎ করে দিলেন শুভেন্দু অধিকারী। যেখানে দেশকে দুর্বল করার ভয়ঙ্কর অভিযোগ তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। সব মিলিয়ে শুভেন্দু অধিকারীর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে এবার তৃণমূলের পক্ষ থেকে পাল্টা কোনো প্রতিক্রিয়া আসে কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!