এখন পড়ছেন
হোম > জাতীয় > দেশপ্রেম আছে ‘রক্তে’! তাই বিজেপিতে যোগ দিলেন ‘বাস্তবের সিংহম’! জেনে নিন বিস্তারিত

দেশপ্রেম আছে ‘রক্তে’! তাই বিজেপিতে যোগ দিলেন ‘বাস্তবের সিংহম’! জেনে নিন বিস্তারিত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এবার এক এক করে বিজেপির পাল্লা ভারী হচ্ছে বলেই মনে হচ্ছে। সম্প্রতি নতুন করে এক খ্যাত ব্যক্তির বিজেপিতে যোগদান সেরকম সম্ভাবনাই মনে করিয়ে দিচ্ছে। তিনি আর কেউ নন, ভারতের পুলিশ আধিকারিক কুপ্পুসামী আন্নামলাই। যাকে সবাই সিঙ্ঘম নামেই চেনেন। ভারতীয় পুলিশ সেবা থেকে ইস্তফা দেওয়ার প্রায় দেড় বছর পর তিনি আবার নতুন রূপে নিজের আত্মপ্রকাশ করলেন।

তামিলনাড়ুর করুরে জন্মগ্রহণ করা ২০১১ সালের পুলিশ ব্যাচের প্রাক্তন IPS অফিসার হিসেবে তিনি পরিচিত। কর্মজীবনে একে একে অনেক পদে আসীন ছিলেন তিনি। তার মধ্যে করান্তকের উডুপি জেলার কারকলার সহায়ক পুলিশ অফিসার হিসেবে আর উডুপি চিকম্যাঙ্গালুরের পুলিশ কমিশনার হিসেবে তিনি একসময় প্রভূত খ্যাতি অর্জন করেহচিলেন। ব্যাঙ্গালুরুর পুলিশ সুপার থাকা কালীন গত বছর মে মাসে তিনি পুলিশ সেবা থেকে অবসর নেন। তবে রাজনীতিতে যোগদান করার ইচ্ছে তাঁর আগে থেকেই ছিল বলে জানিয়েছিলেন তিনি।

এদিন দিল্লীতে বিজেপির হেডকোয়ার্টারে বিজেপির মহাসচিব তথা দক্ষিণের রাজ্য গুলোর পর্যবেক্ষক মুরলীধর রাও, তামিলনাড়ু বিজেপির স্বভাপতি এল মুরগন আর বিজেপির সর্বভারতীয় মুখপাত্র সম্বিত পাত্রার উপস্থিতি তিনি বিজেপির সদস্যপদ গ্রহণ করেন। পুলিশ হিসেবে ৯ বছরের কর্মজীবনের পর তিনি এবার নতুন উদ্যমে কাজ শুরু করবেন বলে জানান।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

নতুন এই চ্যালেঞ্জ কিভাবে শুরু করবেন তিনি সেই প্রসঙ্গে জানা যায়, তিনি মন থেকে রাষ্ট্রবাদী আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একজন প্রশংসক। তাই মানুষের সেবার জন্য তিনি রাজনিতিতে প্রবেশ করার সিদ্ধান্ত নিয়েছেন। আর সেই হিসেবে স্বাভাবিকভাবে বিজেপি তাঁর প্রথম পছন্দ বলে জানান তিনি।

তিনি আরও বলেন যে, বিজেপি যে রাষ্ট্রবাদ ভাবনার জন্য পরিচিত, সেটিকে তাঁর নিজের রাজ্য তামিলনাড়ুতে বিস্তার করার কাজই তিনি করবেন। সর্বোপরি, তিনি একজন দেশপ্রেমিক আর তাঁর মতে বিজেপির থেকে ভালো দল দেশপ্রেমিদের জন্য আর নেই। তাঁর তাই এমন একটি পদক্ষেপ। তবে পূর্বের কর্মজীবনের মত এই নতুন কর্মক্ষেত্রেও তিনি কতটা সফলতা অর্জন করেন, এখন সেটাই দেখার অপেক্ষা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!