এখন পড়ছেন
হোম > জাতীয় > দেশে আবার করোনার সংক্রমণ ঊর্দ্ধমুখী, চিন্তা বাড়ছে চিকিৎসকদের

দেশে আবার করোনার সংক্রমণ ঊর্দ্ধমুখী, চিন্তা বাড়ছে চিকিৎসকদের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনার প্রথম ও দ্বিতীয় ঢেউ কাটতে না কাটতেই তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় দিন গুনছে সারাদেশ। দীর্ঘসময় করোনার সংক্রমণ নিম্নমুখী থাকার পর আবার এক লাফে সংক্রমণের ঊর্ধ্বমুখীতা দেখা যাচ্ছে, আর তাতেই উদ্বেগ বেড়েছে চিকিৎসক, বিশেষজ্ঞদের। কার্যত মঙ্গলবার এত দিনের মধ্যে সবথেকে কম সংক্রমণ ছিল দেশে। কিন্তু 24 ঘণ্টা কাটতে না কাটতেই আবার করোনা গ্রাফ ঊর্ধ্বমুখী। জানা গিয়েছে, গত 24 ঘন্টায় দেশে করোনা সংক্রমিত হয়েছে 38 হাজার 353। এখনো পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা সারা দেশজুড়ে 3 কোটি 20 লক্ষ 36 হাজার 511। গত 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 497 জনের।

এখনো পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা 4 লক্ষ 29 হাজার 183। তবে করোনার দ্বিতীয় ওয়েভ আছড়ে পড়ার পর বুধবারই সবথেকে কম করোনা সক্রিয়র সংখ্যা পাওয়া গেল। কার্যত এখনো পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন 3 কোটি 12 লক্ষ 20 হাজার 981 জনের। স্বাস্থ্যমন্ত্রক সূত্রে জানা যাচ্ছে, গত 24 ঘন্টায় করোনামুক্ত হয়েছেন 40 হাজার 13 জন। জানা গিয়েছে সুস্থতার হার 97.45%। অন্যদিকে জানা যাচ্ছে, এখনো পর্যন্ত করোনা সক্রিয় রয়েছেন 3 লক্ষ 86 হাজার 351 জন।  ধীরে ধীরে সংক্রমণ নীচের দিকে নামলেও আশঙ্কা কিন্তু এখনো তাড়া করে বেড়াচ্ছে। বিশেষজ্ঞদের মত, করোনার তৃতীয় ঢেউ যেকোনোদিন আছড়ে পড়তে পারে। যে কারণে টিকাকরণের ওপর জোর দেওয়ার কথা বলছেন তাঁরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে করোনাকে আটকাতে আরও জবরদস্ত প্রতিষেধক বানানোর দিকে নজর চিকিৎসক ও বিজ্ঞানীদের। সেক্ষেত্রে কোভ্যাকসিন এবং কোভিশিল্ডের মিশ্র ডোজ কতটা উপকারী হবে তা নিয়ে চলছে পরীক্ষা-নিরীক্ষা। ইতিমধ্যেই অবশ্য এই ভ্যাকসিন প্রয়োগে গ্রীন সিগন্যাল দেওয়া হয়েছে। সেক্ষেত্রে জানা গিয়েছে, যদি পরীক্ষায় ইতিবাচক ফল পাওয়া যায়, তাহলে এবার থেকে প্রথমে কোভিশিল্ড দেওয়া হবে এবং দ্বিতীয় ডোজ কোভ্যাক্সিন দেওয়া হবে। সারা ভারতে এই দুই টিকার মিশ্রণে টিকাকরণ সম্পন্ন করা হবে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত চিন্তা বাড়ছে অন্যত্র। দেশের প্রতি দিনই ওঠানামা করছে সংক্রমণের গ্রাফ।

আর তার মধ্যেই চিন্তা বাড়ছে ডেল্টা প্লাস নিয়ে। কার্যত করোনাকে আটকাতে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ক্রমাগত জোর দেওয়া হচ্ছে টিকাকরণের ওপর। এখনো পর্যন্ত ভ্যাকসিন হয়েছে 51 কোটি 90 লক্ষ আশি হাজার 524 জনের। অন্যদিকে করোনা যথেষ্ট আশঙ্কাজনক অবস্থায ধারণ করেছে কেরালায়। মহারাষ্ট্রের পরিস্থিতিও তথৈবচ। এই অবস্থায় একমাত্র প্রতিষেধক পরিস্থিতি বদলাতে পারে, তবে তার সাথে কোভিড সংক্রান্ত বিধি নিষেধ কড়া ভাবে মেনে চলার নির্দেশ দিচ্ছেন চিকিৎসকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!