এখন পড়ছেন
হোম > জাতীয় > এবার চিন্তা বাড়িয়ে করোনা আক্রান্ত হলেন মুখ্যমন্ত্রীর পরিবারের সবচেয়ে কাছের মানুষ !

এবার চিন্তা বাড়িয়ে করোনা আক্রান্ত হলেন মুখ্যমন্ত্রীর পরিবারের সবচেয়ে কাছের মানুষ !


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গোটা দেশ এমনিতেই বর্তমানে করোনার ত্রাসে থরহরি কম্পমান। গোটা দেশে ক্রমাগত বেড়ে চলেছে সংক্রমণের সংখ্যা। পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও বর্তমানে করোনার সংক্রমণ এত ব্যাপকভাবে বেড়ে গেছে যে করোনার হাত থেকে নিষ্কৃতি মিলছে না প্রায় কারোরই। সাধারণ মানুষ থেকে রাজনৈতিক কর্তাব্যক্তিরা প্রায় প্রত্যেকেই এখন করোনা সংক্রামিত। জাতীয় রাজনীতিতে একের পর এক নেতা মন্ত্রীরা করোনায় আক্রান্ত হচ্ছেন বলে জানা যাচ্ছে।

এবার জানা গেল, ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বাড়িতেও হানা দিয়েছে করোনা। সম্প্রতি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর বাবা এবং মা উভয়ই করোনা আক্রান্ত হয়েছেন। হেমন্ত সোরেনের বাবা বিখ্যাত রাজনীতিবিদ শিবু সোরেন ইতিমধ্যেই 76 বছর বয়স পার করেছেন। আর তাই তাঁকে নিয়ে দুশ্চিন্তায় রয়েছে তার দল থেকে শুরু করে পরিবারের সবাই। ইতিমধ্যে শিবু সোরেন এবং তাঁর স্ত্রী দু’জনেই কোয়ারেন্টাইনে চলে গিয়েছেন বলে জানা গেছে।

অন্যদিকে বাবা এবং মা করণা আক্রান্ত হওয়ার পর মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের স্বাস্থ্য নিয়েও চিন্তা বেড়েছে। হেমন্ত সোরেনের সেক্ষেত্রে করোনা আক্রান্ত হওয়ার আশঙ্কা প্রবল। ইতিমধ্যে জানা গেছে, আগামী 24 শে আগস্ট ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রীর আবার করোনা টেস্ট হবে। প্রসঙ্গত কয়েকদিন আগে জানা গিয়েছিল, প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেনের বাড়িতে সুরক্ষাপ্রতিনিধি হয়ে যারা ছিলেন, তাঁদের মধ্যে 17 জনের করোনা ধরা পড়ে। তারপরেই শিবু সোরেন এবং তাঁর স্ত্রীর করোনা টেস্ট করানো হয়। সেখানেই ধরা পড়ে, তাঁরা দুজনেই করোনা আক্রান্ত হয়েছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

উল্লেখ্য, ঝাড়খণ্ডের স্বাস্থ্যমন্ত্রীও করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। তিনি বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন বলে খবর। অন্যদিকে সূত্রের খবর, গত 24 ঘন্টায় দেশে প্রায় 70 হাজার মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। মৃতের সংখ্যা প্রায় হাজার ছুঁয়েছে বলে জানা যাচ্ছে। এখনো পর্যন্ত গোটা দেশে 29 লক্ষ 76 হাজার 181 জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা যাচ্ছে। যাদের মধ্যে 22 লক্ষ 22 হাজার 927 জন আবার করোনাকে রীতিমতো লড়াই করে হারিয়ে দিয়েছেন।

গোটা দেশে এই মুহূর্তে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 55 হাজার 976 জন। অন্যদিকে দেশজুড়ে সুস্থতার হার এই মুহূর্তে 74% ছাড়িয়েছে বলে জানা গেছে আর এই প্রসঙ্গে তাই আপাত স্বস্তি। প্রতিদিন করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধির মাঝেও ইতিবাচক হারে সুস্থতার পরিমাণ বেড়ে ওঠায় স্বস্তি প্রকাশ করেছে দেশের স্বাস্থ্যমন্ত্রক। তবে দেশজুড়ে যেভাবে এবার একের পর এক রাজনৈতিক নেতারা করোনায় আক্রান্ত হচ্ছেন, তা কিন্তু এবার চিন্তা বাড়াচ্ছে কেন্দ্রীয় সরকারের বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!