এখন পড়ছেন
হোম > অন্যান্য > দেশে কি চলে এলো করোনার নতুন স্টেন? লন্ডন থেকে কলকাতায় আসা ২ বিমান যাত্রী করোনা আক্রান্ত।

দেশে কি চলে এলো করোনার নতুন স্টেন? লন্ডন থেকে কলকাতায় আসা ২ বিমান যাত্রী করোনা আক্রান্ত।


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  বৃটেনে করোনা ভাইরাসের নতুন স্টেন তীব্র ভাবে ছড়িয়ে পড়েছে। যার ফলে আতঙ্ক বাড়ছে সমগ্র বিশ্ব জুড়ে। ইতিমধ্যেই বৃটেনের সঙ্গে বেশ কিছু দেশ বিমান পরিষেবা স্থগিত করে দিয়েছে। আজ থেকে শুরু করে আগামী ৩১ সে ডিসেম্বর পর্যন্ত বৃটেনের সঙ্গে বিমান পরিষেবা স্থগিত রেখেছে ভারত। কিন্তু গতকাল লন্ডন থেকে কলকাতায় আসা দুই বিমানযাত্রীর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। যার ফলে বাড়ছে উদ্বেগ ও আতঙ্ক।

গতকাল সকালে কলকাতা বিমানবন্দরের লন্ডন থেকে একটি বিমান এসে পৌঁছায়। যে বিমানে ছিলেন ২২২ জন যাত্রী। ২৫ জন যাত্রীকে পরীক্ষা করার পর, দুজন যাত্রীর করোনা রিপোর্ট পজেটিভ এসেছে। এ প্রসঙ্গে রাজ্য স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী জানিয়েছেন যে, করোনা সংক্রামিত এই দুজন ব্যক্তির শরীরে করোনার কোন উপসর্গ নেই। সম্প্রতি তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের শরীরে করোনা ভাইরাসের নতুন স্টেন সংক্রমিত হয়েছে কিনা? তা পরীক্ষা না করে বলা সম্ভব নয়।

সম্প্রতি ব্রিটেনে করোনা ভাইরাসের নতুন স্টেন ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে। তীব্র ভাবে বাড়ছে করোনার সংক্রমণ, সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু। আবার নানা স্থানে জারি হয়েছে লকডাউন। এই অবস্থায় পৃথিবীর বিভিন্ন দেশ ইংল্যান্ডের সঙ্গে বিমান যোগাযোগ নিয়ন্ত্রণ করছে বা স্থগিত করে দিয়েছে। এদিকে আজ থেকে শুরু করে আগামী ৩১ সে ডিসেম্বর পর্যন্ত ব্রিটেনের সঙ্গে বিমান যোগাযোগ স্থগিত করার সিদ্ধান্ত নিল ভারত।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গতকাল সোমবার দিল্লিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের একটি বিশেষ বৈঠকে বৃটেনের সঙ্গে সাময়িক ভাবে বিমান পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল জয়েন্ট মনিটরিং গ্রুপের এই বৈঠকে অংশগ্রহণ করেছিলেন বিশিষ্ট চিকিৎসক, ভাইরাস বিশেষজ্ঞ প্রমুখরা। প্রসঙ্গত, ব্রিটেন থেকে আসা বিমানের ওপর নিষেধাজ্ঞা জারি করল জার্মানি। এছাড়া আরও ৪০ টি দেশ বৃটেনের সঙ্গে তাদের বিমান পরিষেবা স্থগিত বা নিয়ন্ত্রণ করতে শুরু করেছে।

এদিকে গতকাল মাঝরাতে ব্রিটেন থেকে একটি বিমান এসে পৌঁছেছে অমৃতসরে। যে বিমানের যাত্রী ও বিমান কর্মীসহ ২৮১ জনের করোনা পরীক্ষা করা হয়েছিল। যেখানে ৫ জনের রিপোর্ট পজেটিভ এসেছে। যাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া সমস্ত বিমান যাত্রীকে পাঠানো হয়েছে কোয়ারেন্টিনে। গতকাল যে সমস্ত বিমান ব্রিটেন থেকে ভারতে এসেছে, সেই সব বিমানের যাত্রীদের বাধ্যতামূলক ভাবে আর্টিপিসিয়ার টেস্ট করানো হয়েছে। রিপোর্ট পজেটিভ এলে কোয়ারান্টিনে পাঠানো হয়েছে। রিপোর্ট নেগেটিভ এলে পাঠানো হয়েছে সাতদিনের হোম আইসোলেশনে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!