এখন পড়ছেন
হোম > অন্যান্য > দেশে ৬ জনের শরীরে নতুন কোরোনা স্ট্রেন!! করোনা নিয়মাবলী বাড়লো ৩১শে জানুয়ারি পর্যন্ত।

দেশে ৬ জনের শরীরে নতুন কোরোনা স্ট্রেন!! করোনা নিয়মাবলী বাড়লো ৩১শে জানুয়ারি পর্যন্ত।


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্য তথা দেশের কোরোনার গ্রাফ বেশ কিছদিন ধরেই নিম্নমুখী। গত এক মাস ধরেই, দেশের দৈনিক সুস্থতার সংখ্যা ছাপিয়ে গেছে, দৈনিক সংক্রমণ এমনটাই জানানো হয়েছে মন্ত্রকের তরফে। এরমধ্যে আজ দৈনিক সংক্রমণের দিক থেকে, গত ৬ মাসের মধ্যে আজ সর্বনিম্ন সংখ্যক মানুষ আক্রান্ত হয়েছে (১৬৪৩২ জন)।

মানুষ একটু স্বস্তির নিশ্বাস ফেলতেই, নতুন আতঙ্ক সৃষ্টি করেছে কোরোনা তার নতুন স্ট্রেন নিয়ে। ব্রিটেনে সবচেয়ে বেশি থাবা বসিয়েছে এই নতুন ধারার কোরোনা। সরকার তরফে জানানো হয়েছে, এই নতুন স্ট্রেন ৭০% বেশি সংক্রমক। ইতিমধ্যে এই নতুন স্ট্রেন এর খোঁজ মিলেছে পৃথিবীর বিভিন্ন দেশে। এছাড়াও নতুন আরো ভয়ঙ্কর ধারার কোরোনা এর খোঁজ মিলেছে দক্ষিণ আফ্রিকা এবং নাইজেরিয়া তে।সভাবাতই নতুন করে দানা বাঁধছে আতঙ্ক।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এবার ভারতেই পাওয়া গেলো করোনার এই নতুন স্ট্রেন। সরকারি তরফে জানানো হয়েছে, ব্রিটেন ফেরত ৬ জনের শরীরে এখনও পর্যন্ত এই নতুন স্ট্রেন পাওয়া গেছে। এদের সকলকেই আলাদা আলাদা ঘরে রাখা হয়েছে সরকারি নজরদারিতে এবং তাদের পরিবার পরিজন যারা তাদের সংস্পর্শে এসেছে তাদের কোয়ারান্টিনে পাঠানো হয়েছে। বাকি করা সংস্পর্শে এসেছে তাদের খুঁজে বের করার কাজ চলছে।

এর জেরেই কড়া সিদ্ধান্ত নিয়েছে সরকার। দেশের করোনা পরিস্থিতির উন্নতি হলেও, সারা বিশ্বে যেহেতু কোরোনা প্রকোপ বাড়ছে এবং তার সাথেই ৭০% বেশি সংক্রমক করোনা এর নতুন স্ট্রেন ঘাড়ে নিশ্বাস ফেলছে। এই পরিস্থিতিতে কোরোনা সংক্রমণ রুখে দেওয়ার পূর্ববর্তী ঘোষিত নিয়মাবলী গুলিকে, ২০২১ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়িয়ে দেওয়া হলো। এর ফলে করোনা সংক্রমণের কনটেইনমেন্ট জোন গুলি চিহ্নিতকরণ এবং সেখানে যাতে উপযুক্ত নিয়মাবলী মেনে চলা হয় সেদিকে জোর দেওয়া হবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!