এখন পড়ছেন
হোম > জাতীয় > দেশে সুনামির মতো বাড়ছে করোনা, ২৪ ঘন্টায় আবার নতুন রেকর্ড

দেশে সুনামির মতো বাড়ছে করোনা, ২৪ ঘন্টায় আবার নতুন রেকর্ড


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনার দ্বিতীয় ঢেউ তছনছ করে দিচ্ছে দেশকে। গত ২৪ ঘন্টায় আবার রেকর্ড সংখ্যক মানুষ করোনা আক্রান্ত হলেন। গত ২৪ ঘণ্টায় ৬২ হাজারেরও বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। সেই সঙ্গে গত ২৪ ঘণ্টায় ৩০০ এরও বেশি মানুষ প্রাণ হারালেন। তুলনায় কমেছে দৈনিক সুস্থতার হার। যেভাবে বাড়ছে করোনা সংক্রমণ, তাতে উদ্বেগ বাড়ছে সকলের। গত বছরের মতো পরিস্থিতি আবার সৃষ্টি হবার আশঙ্কা করা হচ্ছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য থেকে জানা যাচ্ছে যে, গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন মোট ৬২ হাজার ৭১৪ জন। চলতি বছরে যা একটি রেকর্ড। করোনা থেকে দৈনিক সুস্থতার হার ক্রমশ কমতে শুরু করেছে। গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ঘটেছে মোট ৩১২ জনের। এটিও চলতি বছরের একটি রেকর্ড বলা যায়। গত ২৪ ঘন্টায় করোনা মুক্ত হয়েছেন মোট ২৮ হাজার ৭৩৯ জন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সবচেয়ে বেশি করোনা সংক্রমণ ঘটেছে মহারাষ্ট্রে। গতকাল থেকে মহারাষ্ট্রে একাধিক কঠোর নির্দেশ জারি করা হয়েছে। সেই সঙ্গে চলছে নাইট কারফিউ। নির্দেশ অমান্য করলে বিপুল অঙ্কের জরিমানা সহ শাস্তিমুলক ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। মহারাষ্ট্রে রাত আটটার পর সমস্ত শপিংমল, দোকান, বাজার বন্ধ করে দেয়া হচ্ছে।

গত ২৪ ঘন্টায় মহারাষ্ট্রে ৩৫ হাজার ৭২৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। মহারাষ্ট্র ছাড়াও করোনা সংক্রমণ ক্রমশ বাড়ছে পাঞ্জাব, দিল্লী, ঝাড়খন্ড, কেরালা, কর্ণাটকে। করোনা সংক্রমণ বাড়ায় বেশকিছু রাজ্যে দোল খেলা, হোলি উদযাপন বন্ধ রাখা হয়েছে। পশ্চিমবঙ্গতেও দোল উৎসব পালনের ক্ষেত্রে বেশ কিছু কঠোর নির্দেশ জারি করা হয়েছে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!