এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > ‘দেশের মানুষ বিজেপির বিরুদ্ধে শ্রীলঙ্কার মতো করবে’! মূল্যবৃদ্ধিতে নাভিশ্বাস কেন্দ্রকে তোপ অভিষেকের !

‘দেশের মানুষ বিজেপির বিরুদ্ধে শ্রীলঙ্কার মতো করবে’! মূল্যবৃদ্ধিতে নাভিশ্বাস কেন্দ্রকে তোপ অভিষেকের !


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- পেট্রোল, ডিজেল থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম ক্রমাগত বেড়েই চলেছে। আর এই পরিস্থিতিতে বেজেপি শাশিত কেন্দ্রর অস্বস্থির মাত্রা বাড়িয়ে বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । এদিন  দলীয় সভাথেকে কেন্দ্রকে নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধিকে হাতিয়ার করে একহাত নিয়ে তীব্র আক্রমণ করে বলেন শ্রীলঙ্কা, আফগানিস্তানের যে অবস্থা হয়েছে ভারতের মানুষও বিজেপির বিরুদ্ধে একই পরিস্থিতি তৈরি করবে ।

প্রসঙ্গ উল্লখ্য যে কেন্দ্রে মোদী সরকার আসার পর দেশের প্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে পেট্রোল-ডিজেলের দাম , সারের দাম ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে বলে বিজেপিকে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । এদিন তিনি সভা থেকে জানান  ‘ভোটের আগে বিজেপি বলেছিল ২ কোটি বেকারের চাকরি হবে, হয়েছে? বলেছিল রান্নার গ্যাসের দাম কমবে, কমেছে? বলেছিল পেট্রোল-ডিজেলের-কেরোসিনের দাম কমবে, কমেছে? তাই এবার চোখে দেখে সিদ্ধান্ত নিতে হবে, কানে শুনে নয়। আচ্ছে দিনের নমুনা কী! রান্নার গ্যাস এখন এগারশো টাকা। ভালো লাগছে মায়েরা?’  এছাড়া তিনি আরো অভিযোগ করে বলেন  জ্বালানির দাম  ৫-৬ বছর আগে করোসিনের দাম কত ছিল? ১৬ টাকা লিটার। আজ ১০২ টাকা লিটার। একশো টাকার সর্ষের তেলের দাম দুশো টাকা করে দিয়েছে। ডিজেল ৯৩ টাকা আর পেট্রোল ১০৬ টাকা লিটার।

সব মিলিয়ে এদিন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিজেপির বিরুদ্ধে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র সহ রান্নার গ্যাস ও পেট্রোল-ডিজেলের মূল্য বৃদ্ধিকে কেন্দ্র করে তীব্র আক্রমণ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন যে এই ভাবেই যদি মূল্যবৃদ্ধি অনবরত চলতে থাকে তাহলে আগামী দিনে  ভারতের অবস্থাও শ্রীলংকার অর্থনীতির মত হয়ে পড়বে  আর তখন দেশের মানুষ বিজেপির বিরুদ্ধে শ্রীলঙ্কার মানুষের মতো আচরণ করবে।সব মিলিয়ে এখন দেখার বিষয় আগামীতে গোটা পরিস্থিতি কোন দিকে যায় সে দিকে নজর সকলের ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!