এখন পড়ছেন
হোম > জাতীয় > দেশের নিরাপত্তার স্বার্থে বাড়িয়ে দেওয়া হলো নিরাপত্তা আধিকারিকদের মেয়াদ

দেশের নিরাপত্তার স্বার্থে বাড়িয়ে দেওয়া হলো নিরাপত্তা আধিকারিকদের মেয়াদ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দেশের নিরাপত্তা নিয়ে কোন আপস নয়- এই নীতি বরাবর মেনে এসেছে কেন্দ্রীয় সরকার। আর এই নীতি মানতে গিয়ে অনেক সময় মেয়াদ শেষ হয়ে যাবার পরেও নিরাপত্তা আধিকারিকদের তাঁদের পদে রেখে দেওয়া হয়। যেমন, এবার দেশের গুপ্তচর সংস্থা ‘র’ এবং গোয়েন্দা সংস্থা আই বি পরিচালনার ক্ষেত্রে বড়োসড়ো সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। জানা গিয়েছে, এই দুটি সংস্থার প্রধানদের মেয়াদ শেষ হয়ে যাওয়া সত্বেও এই মুহূর্তে তাঁরা কাজ থেকে অব্যাহতি পাচ্ছেন না।

আপাতত তাঁদের মেয়াদ আরও এক বছরের জন্য বাড়িয়ে দেওয়া হলো বলে জানা গিয়েছে। সূত্রের খবর, রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং বা ‘র’ প্রধানের দায়িত্বে এতদিন ছিলেন সামন্ত কুমার গোয়েল। তাঁর মেয়াদ শেষ হয়ে যাওয়ার কথা চলতি বছরের 30 শে জুন। কিন্তু অল ইন্ডিয়া সার্ভিসেস রুলের 16 (1এ) এবং 56 (ডি) ধারায় তাঁদের মেয়াদ বৃদ্ধি করল কেন্দ্রীয় সরকার। আপাতত পাঞ্জাব ক্যাডারের এই আইপিএস অফিসার আরও এক বছরের জন্য দায়িত্ব সামলাবেন বলে জানা গিয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে ইন্টেলিজেন্স ব্যুরো বা আইবির প্রধান অরবিন্দ কুমারের দায়িত্বও চলতি বছরের 30 জুনেই শেষ হওয়ার কথা ছিল। কিন্তু তাঁকেও এই মুহূর্তে ছাড় দিচ্ছেনা কেন্দ্রীয় সরকার। যথারীতি একই আইনের আওতায় আসাম ক্যাডারের এই আধিকারিকের মেয়াদও আরও এক বছরের জন্য বাড়িয়ে দেওয়া হলো বলে জানা গিয়েছে। আর এই দুটি সিদ্ধান্তকেই মন্ত্রিসভার অ্যাপায়েন্টমেন্টস কমিটি অনুমোদন করেছে বলে খবর। সম্প্রতি সিবিআই এর প্রধান বেছে নেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন তিন সদস্যের কমিটি।

প্রধানমন্ত্রী মোদী ছাড়াও এই কমিটিতে প্রধান বিচারপতির এন ভি রামনা এবং লোকসভার বিরোধী নেতা অধীর রঞ্জন চৌধুরী মিলে মহারাষ্ট্র ক্যাডারের আইপিএস অফিসার সুবোধ কুমার জয়সওয়ালকে সিবিআই প্রধান হিসেবে বেছে নিয়েছে। অর্থাৎ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এবং নিরাপত্তা আধিকারিকদের পরিবর্তন করা হচ্ছে। সেক্ষেত্রে কেউ কর্মদিবসের মেয়াদ বৃদ্ধি হেতু থেকে যাচ্ছেন তাঁর নিজের পদে আবার কেউ নতুন আসছেন দায়িত্ব সামলাতে। তবে সর্বোপরি যে দেশের নিরাপত্তা রয়েছে, সে ব্যাপারে কোন সন্দেহ নেই বিশেষজ্ঞদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!