এখন পড়ছেন
হোম > জাতীয় > দেশের ভয়াবহ করোনা স্থিতি মোদীর দায়িত্বজ্ঞানহীনতার ফল? আন্তর্জাতিক স্তরে বিদ্ধ প্রধানমন্ত্রী

দেশের ভয়াবহ করোনা স্থিতি মোদীর দায়িত্বজ্ঞানহীনতার ফল? আন্তর্জাতিক স্তরে বিদ্ধ প্রধানমন্ত্রী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ দেশে আছড়ে পড়ার পরেই বিরোধীদের পক্ষ থেকে কটাক্ষ ধেয়ে আসতে শুরু করেছিল কেন্দ্রের বিজেপি সরকারের দিকে। তবে শুধুমাত্র দেশের মাটিতে নয়, এবার আন্তর্জাতিক ক্ষেত্রেও সমালোচনার শিকার হল কেন্দ্রের মোদী সরকার। যে ঘটনা বর্তমান পরিস্থিতিতে ভারতবর্ষের শাসক দল এবং নরেন্দ্র মোদীকে যথেষ্ট অস্বস্তিতে ফেলে দিল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

বলা বাহুল্য, করোনা ভাইরাসের প্রথম ঢেউয়ের পর বর্তমানে আবার দ্বিতীয় ঢেউ ভারতবর্ষে আছড়ে পড়েছে। প্রতিনিয়ত আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে। বাড়ছে মৃত্যু সংখ্যাও। আর এই পরিস্থিতিতে সরকারের কাছে আগেভাগে খবর থাকা সত্ত্বেও কেন তারা সঠিক পদক্ষেপ গ্রহণ করেনি, তা নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের দিকে প্রশ্ন ছুড়ে দিতে শুরু করেছে বিরোধী রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা।

স্বাভাবিক ভাবেই এই ঘটনার জেরে করোনা ভাইরাস রোধ করতে গিয়ে রীতিমত নিত্যনৈমিত্তিক সমস্যায় পড়তে হচ্ছে কেন্দ্রের বিজেপি সরকারকে। তবে এবার আন্তর্জাতিক মেডিকেল জার্নাল ল্যানসেটের পক্ষ থেকেও কড়া নিন্দা করা হল ভারতবর্ষের মোদী সরকারের। যেখানে সরাসরি নরেন্দ্র মোদিকে দায়ী করে তিনি নিজের দেশেই জাতীয় সঙ্কট তৈরি করেছেন বলে অভিযোগ করেছেন সংস্থা।

স্বাভাবিক ভাবেই আন্তর্জাতিক মানের এই সংস্থার পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে এই ধরনের আক্রমণ এবং কটাক্ষ ভারতবর্ষের শাসকদলকে যে যথেষ্ট বিড়ম্বনার মুখে ফেলে দিল, তা বলার অপেক্ষা রাখে না। সূত্রের খবর, ল্যানসেটের পক্ষ থেকে শনিবার একটি প্রতিবেদন পেশ করা হয়েছে। যেখানে বলা হয়েছে, “ভারত এই সংকট থেকে কতটা উদ্ধার পাবে, তা সম্পূর্ণরূপে দেশের প্রশাসনের উপর নির্ভর করছে. নিজেদের ভুল সংশোধন করতে পারলেই এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসা সম্ভব  এই সংকটের মুহূর্তে মোদী সরকারের সমালোচনা ও মুক্ত আলোচনার পথ বন্ধ করার মত পদক্ষেপ ক্ষমার অযোগ্য।প্রথমদিকে ভারত ভালোভাবে করোনা ভাইরাসের মোকাবিলা করেছিল। কিন্তু এই সাফল্যকে এখন তারা রীতিমত তছনছ করে দিয়েছে। এপ্রিল পর্যন্ত দেশের করোনা টাস্কফোর্স মাসে একবারও নিজেদের মধ্যে বৈঠক করেনি। এর পরিণাম আমাদের সামনে এখন স্পষ্ট। এই চরম সংকটে ভারতের উচিত পরিকাঠামো গুছিয়ে তোলা। চাইলে এই বিপদ এড়ানো যেত। কিন্তু মোদী সরকারের ভুল স্বীকার করতে না চাওয়ার মনোভাব সমস্যা বাড়িয়ে দিয়েছে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অর্থাৎ বিরোধীদের পক্ষ থেকে প্রতিমুহূর্তে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়, সেই একই অভিযোগ শোনা গেল ল্যানসেটের এই প্রতিবেদনে। যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। আন্তর্জাতিক মানের এই সংস্থার পক্ষ থেকে যেভাবে করোনা ভাইরাস আটকানো নিয়ে মোদী সরকারকে কার্যত তুলোধোনা করা হল, তাতে বিরোধীরা যে তাদের হাতে নতুন অস্ত্র পেয়ে গেল, সেই ব্যাপারে নিশ্চিত একাংশ।

পর্যবেক্ষকদের একাংশ বলছেন, বিভিন্ন সময়ে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ প্রবেশ করার পরেই মোদী সরকারকে কটাক্ষ করতে দেখা গিয়েছিল বিরোধীদের। এক্ষেত্রে সঠিক পরিকাঠামোর অভাবের কারণে দেশে ভাইরাস ভয়াবহ আকার ধারণ করেছে বলে অভিযোগ ছিল বিরোধী রাজনৈতিক দলগুলোর‌। কিন্তু তারপরেও সকলের সঙ্গে কথা বললে সমস্যা সমাধান করা হচ্ছে না বলে অভিযোগ উঠেছিল মোদী সরকারের বিরুদ্ধে।

কিন্তু এই পরিস্থিতিতে আন্তর্জাতিক মানের মেডিকেল জার্নাল যে বিবৃতি পেশ করল, তা অনেকেরই চোখ কপালে তুলে দিচ্ছে। কেন সময় থাকা সত্ত্বেও করোনা ভাইরাসের মোকাবিলা করেনি ভারতবর্ষের সরকার! এখন এটাই দেশবাসীর মনে প্রশ্ন তৈরি করে দিতে শুরু করেছে। সব মিলিয়ে দেশের বিরোধীদের পাশাপাশি আন্তর্জাতিক সংস্থার পক্ষ থেকে করোনা ভাইরাসের ভয়াবহতা নিয়ে মোদী সরকারকে এই কটাক্ষের পরিপ্রেক্ষিতে কেন্দ্রের পক্ষ থেকে কি বিবৃতি দেওয়া হয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!