এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > “দেশটা তালিবানরা চালাচ্ছে। আমরা হিন্দুস্থানের পক্ষে।” – বিজেপির বিরুদ্ধে রনাংদেহি মমতা

“দেশটা তালিবানরা চালাচ্ছে। আমরা হিন্দুস্থানের পক্ষে।” – বিজেপির বিরুদ্ধে রনাংদেহি মমতা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী ৩০ সে সেপ্টেম্বর ভবানীপুরের বহু প্রতীক্ষিত উপ নির্বাচন। ভোটের শেষ লগ্নে জমে উঠেছে ভোটের প্রচার। একদিকে যেমন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের হয়ে প্রচারে নামছেন দলের শীর্ষ নেতৃত্ব, অন্যদিকে বিজেপির বিরুদ্ধে তেড়ে-ফুঁড়ে আক্রমণে নামছেন স্বয়ং নির্বাচনের প্রার্থী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় প্রতিদিন নিয়ম করে ভবানীপুরে ভোটের প্রচারে নামছেন মুখ্যমন্ত্রী। এবার ভবানীপুরে ভোটের প্রচারে এসে দেশের বিজেপি সরকারকে তালিবানি শাসনের সঙ্গে তুলনা করলেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, তালিবানেরা এখন দেশ চালাচ্ছে। কিন্তু তাঁরা রয়েছেন হিন্দুস্থানের পক্ষে।

গতকাল ভরসন্ধ্যায় ভবানীপুরে চলে ভোটের প্রচার। পিজি হাসপাতালের পেছনে বলবন্ত সিং ধাবার সামনে নির্বাচনী প্রচারে নামেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখান থেকে তিনি জানান, ভবানীপুর আগামী ভারতের ভবিষ্যৎ লিখতে চলেছে। তিনি জানান, তাঁকে মুখ্যমন্ত্রী থাকতে গেলে ছ মাসের মধ্যে ভোটে জিততেই হতো। এ কারণেই ভবানীপুর থেকে তিনি লড়াই করছেন। ভবানীপুর হলো হিন্দু, মুসলমান, শিখ সমস্ত ধর্মের মানুষের স্থান। তাই ভবানীপুর হলো মিনি ভারতবর্ষ। ভবানীপুরের ওপরই নির্ভর করছে ভারতের আগামী দিনের লড়াই।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মুখ্যমন্ত্রী জানালেন, দেশে এখন আইন বলে কোন কিছুই নেই। অসম রাজ্যে যেভাবে মানুষকে গুলি করে মেরে ফেলে তার দেহের ওপরে উঠে নাচ চলছে, তা লজ্জার। তিনি অভিযোগ করেন, দেশ চালাচ্ছে তালিবানেরা, তবে তাঁরা রয়েছেন হিন্দুস্থানের পক্ষে। দেশের বর্তমান পরিস্থিতিকে তালিবানি শাসনের সঙ্গে তুলনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে বিজেপির বিরুদ্ধে প্রবল লড়াইয়ের ডাক দেন তিনি।

প্রসঙ্গত, কিছুদিন আগে বিজেপির সদ্য প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারকে তালিবানি শাসনের সঙ্গে তুলনা করেছিলেন। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশের বিজেপি শাসনকে তালিবানি শাসনের সঙ্গে তুলনা করলেন। রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন যে, ভবানীপুরের উপনির্বাচনে মেরুকরণের সম্ভাবনা যথেষ্ট আছে। তৃণমূল ও বিজেপি দুই প্রতিপক্ষই মেরুকরণকে উস্কে দিচ্ছে।

একদিকে যেমন ভবানীপুরে ধামাকা প্রচার চালাচ্ছে বিজেপি, শিখ পাড়াগুলোতে যখন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরি প্রচারের আগুন জ্বালিয়ে দিচ্ছেন, অন্যদিকে বনেদি পাড়াগুলিতে প্রচারের ঝড় তুলে দিচ্ছেন রূপা গঙ্গোপাধ্যায়, তার পাল্টা প্রতিপক্ষ হিসেবে এবার বিজেপি শাসনকে তালিবানি শাসনের সঙ্গে তুলনা করে প্রচারের ঝড় তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একের পর এক ধর্ম স্থানে গিয়ে ভোটের প্রচার চালাচ্ছেন মুখ্যমন্ত্রী। অর্থাৎ, মেরুকরণের পাল্টা মেরুকরণ দেখা যাচ্ছে ভবানীপুরে। ভবানীপুর মুখ্যমন্ত্রীর খেলার মাঠ বলে পরিচিত হলেও কোনো রকম ঝুঁকি নিতে চাইছে না তৃণমূল। তাই ইতিপূর্বে মুখ্যমন্ত্রী বলেছেন যে, তিনি জিতেছেন বলে ধরে নিয়ে অনেকেই হয়তো ভোট দিতে বের হবেন না। সেরকম না করতে। কারণ, সেটা করলে লাভবান হতে পারে বিজেপি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!