এখন পড়ছেন
হোম > খেলা > IPL 2019: অকশনের আগে একনজরে CSK-এর ফুল স্কোয়াড, পকেটে কত টাকা? কাদের রাখল বা ছেড়ে দিল?

IPL 2019: অকশনের আগে একনজরে CSK-এর ফুল স্কোয়াড, পকেটে কত টাকা? কাদের রাখল বা ছেড়ে দিল?


আইপিলের দ্বাদশ এডিসন শুরু হতে চলেছে মধ্যেই, তার আগে কলকাতায় প্রথমবারের জন্য বসছে আইপিএলের অকশনের আসর। আগামী ১৯ শে ডিসেম্বর সেই অকশনের আগে, সব দলই পুরোনো বেশ কিছু প্লেয়ারকে ছেড়ে, নতুন বেশ কিছু প্লেয়ারকে দলে নিয়েছে। স্বাভাবিকভাবেই, নিলামের দিন বাকি প্লেয়ার কিনে, দল পরিকল্পনায় সবাই।

কিন্তু, সেই নিলাম শুরুর আগে এক এক করে দেখে নিন কোন দলে কোন প্লেয়ার রয়েছেন? কাদেরই বা দল থেকে ছেড়ে দেওয়া হল? নিলামের আগে কার পকেটে কত টাকা রয়েছে? সেই টাকা দিয়ে কতজন দেশী বা বিদেশী খেলোয়াড় কিনতে পারবে? সব কিছু একনজরে। আজ কলকাতা নাইট রাইডার্স সম্পর্কে রইল সমস্ত তথ্য –

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বর্তমানে দলে রয়েছেন –
১. মহেন্দ্র সিং ধোনি – ১৫ কোটি
২. সুরেশ রায়না – ১১ কোটি
৩. কেদার যাদব – ৭ কোটি ৮০ লক্ষ
৪. রবীন্দ্র জাদেজা – ৭ কোটি
৫. ডোয়েন ব্র্যাভো – ৬ কোটি ৪০ লক্ষ (বিদেশী)
৬. কর্ন শর্মা – ৫ কোটি
৭. শেন ওয়াটসন – ৪ কোটি (বিদেশী)
৮. শার্দুল ঠাকুর – ২ কোটি ৬০ লক্ষ
৯. অম্বাতি রায়াডু – ২ কোটি ২০ লক্ষ
১০. হরভজন সিং – ২ কোটি
১১. মুরলি বিজয় – ২ কোটি
১২. ফাফ ডুপ্লেসিস – ১ কোটি ৬০ লক্ষ (বিদেশী)
১৩. ইমরান তাহির – ১ কোটি (বিদেশী)
১৪. দীপক চাহার – ৮০ লক্ষ
১৫. লুঙ্গিসনি এনগিদি – ৫০ লক্ষ (বিদেশী)
১৬. মিশেল স্টার্নার – ৫০ লক্ষ (বিদেশী)
১৭. আসিফ কেএম – ৪০ লক্ষ
১৮. জগদীশন নারায়ণন – ২০ লক্ষ
১৯. মনু সিং – ২০ লক্ষ
২০. ঋতুরাজ গায়কোয়ার – ২০ লক্ষ

বর্তমানে দলে রয়েছেন – মোট ২০ জন, বিদেশী – ৬ জন
খরচ হয়েছে – ৭০ কোটি ৪০ লক্ষ
নিলামের জন্য হাতে রয়েছে – ১৪ কোটি ৬০ লক্ষ
নিলামে কিনতে পারবে – আরও ২ জন বিদেশী সহ মোট ৫ জনকে

যাঁদের ছেড়ে দেওয়া হয়েছে –
১. চৈতন্য বিষ্ণই
২. ডেভিড উইলি (বিদেশী)
৩. ধ্রুব শুরি
৪. মোহিত শর্মা
৫. শ্যাম বিলিংস (বিদেশী)
৬. স্কট কুগ্গেলেইজেন (বিদেশী)

আরও পড়ুন: IPL 2019: অকশনের আগে একনজরে KKR-এর ফুল স্কোয়াড, পকেটে কত টাকা? কাদের রাখল বা ছেড়ে দিল?

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!