এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > অবশেষে কাটল জট, ১৪ মে হচ্ছে পঞ্চায়েত ভোট, একনজরে নির্বাচনের সমস্ত খুঁটিনাটি

অবশেষে কাটল জট, ১৪ মে হচ্ছে পঞ্চায়েত ভোট, একনজরে নির্বাচনের সমস্ত খুঁটিনাটি


দীর্ঘ আইনি লড়াই পেরিয়ে অবশেষে দিনের আলো দেখতে চলেছে পঞ্চায়েত নির্বাচন। হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের রায়ের পরে আপৎকালীন বৈঠকে বসে রাজ্য নির্বাচন কমিশন। সেই বৈঠকের শেষেই জানিয়ে দেওয়া হয় নির্ধারিত সূচি অনুযায়ীই হচ্ছে পঞ্চায়েত নির্বাচন। একনজরে দেখে নেওয়া যাক, পঞ্চায়েত নির্বাচনের খুঁটিনাটি –

ভোটগ্রহণ – ১৪ মে, সোমবার
ভোটগ্রহণ পর্ব শুরু – সকাল ৭ টা
ভোটগ্রহণ পর্ব শেষ – বিকেল ৫ টা
ভোটগণনা – ১৭ মে, বৃহস্পতিবার
ভোটগণনা শুরু – সকাল ৮ টা থেকে

নির্বাচন হবে –
গ্রাম পঞ্চায়েতে – ৩১,৮৩৬ টি আসনে
পঞ্চায়েত সমিতিতে – ৬,১৫৮ টি আসনে
জেলা পরিষদে – ৬২২ টি আসনে

সুরক্ষা ব্যবস্থা –
দায়িত্ত্বে ৬১ হাজার সশস্ত্র নিরাপত্তাকর্মী
দায়িত্ত্বে ৮০ হাজার সিভিক ভলান্টিয়ার
বুথ পিছু একজন করে সশস্ত্র ও একজন লাঠিধারী পুলিশ
ভিন রাজ্যের ২ হাজার সশস্ত্র পুলিশ
ব্যবহার করা হবে বনরক্ষী, আবগারিকর্মী, হোমগার্ড, এনভিএফ সদস্যদের

আদালতের বিশেষ নির্দেশ –
নির্বাচনের দিন কোনওপ্রকার অশান্তি হলে, তার দায় বর্তাবে রাজ্যের শীর্ষ আধিকারিকদের উপরেই
প্রাণহানির ঘটনা ঘটলে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ
পঞ্চায়েত নির্বাচনের নিরাপত্তা নিয়ে যে সব আধিকারিকরা রিপোর্ট দিয়েছেন, তাঁদের বেতন থেকেই ক্ষতিপূরণের অর্থ দিতে হবে
প্র‌য়োজনে তাঁদের সম্পত্তিও বাজেয়াপ্ত করা হতে পারে
এরপরও ক্ষতিপূরণের অর্থ বাকি থাকলে তা দেবে রাজ্য সরকার

সুপ্রিম কোর্টের রায় –
ই-মনোনয়নের ক্ষেত্রে দেওয়া হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশ জারি
যে ৩৪% আসনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয়ী হয়েছে রাজ্যের শাসকদল, সেইসব প্রার্থীদের জয়ী বলে ঘোষণা করতে ও জয়ের শংসাপত্র দিতে পারবে না নির্বাচন কমিশন
এই মামলার পরবর্তী শুনানি আগামী ৩ জুলাই
তারপরেই ঠিক হবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী প্রার্থীদের ভাগ্য

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!