এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > লোকসভার লড়াই: বাংলার ৪২ আসনে প্রিয় বন্ধু মিডিয়ার করা সমীক্ষার বিস্তারিত ও খুঁটিনাটি তথ্য

লোকসভার লড়াই: বাংলার ৪২ আসনে প্রিয় বন্ধু মিডিয়ার করা সমীক্ষার বিস্তারিত ও খুঁটিনাটি তথ্য


গত রবিবার জাতীয় নির্বাচন কমিশন দেশের সপ্তদশ লোকসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করতেই, লোকসভা ভোটের ঢাকে কাঠি পরে গেছে। যদিও, বাংলায় তার অনেক আগে থেকেই রাজনৈতিক জল্পনা চূড়ান্ত পর্যায়ে। একদিকে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের ৪২ এ ৪২ করে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেশের পরবর্তী প্রধানমন্ত্রী করার স্বপ্ন, অন্যদিকে বাংলা থেকে অন্তত ২২-২৩ টি আসন জিতিয়ে নিয়ে নরেন্দ্র মোদিকে দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রীর আসনে বসানোর অঙ্গীকার গেরুয়া শিবিরে। এরই মাঝে ‘আসন-সমঝোতা’ করে রাজ্য-রাজনীতিতে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন বামফ্রন্ট ও কংগ্রেসের।

এই অবস্থায় কি হতে পারে বাংলার সাম্ভাব্য ফলাফল তা নিয়ে চূড়ান্ত জল্পনা আমজনতার মধ্যে – আর সেই আবেগকে মর্যাদা দিয়ে গত ৮ মাসে আমরা চার-চারটি ‘স্যাম্পেল সার্ভে’ করে তুলে আনার চেষ্টা করেছি বাংলার মানুষ কি ভাবছেন এই নির্বাচন নিয়ে তারই প্রতিচ্ছবি। গত প্রায় দু সপ্তাহ ধরে প্রতিটা বিধানসভার প্রতিটা লোকসভা ধরে ধরে কি উঠে এসেছে আমাদের সমীক্ষায়, তা আপনাদের সামনে তুলে ধরেছি। আমরা আবারো জানাচ্ছি, এই সমীক্ষা কোনোমতেই নির্বাচনকে প্রভাবিত করার উদ্দেশ্যে প্রচারিত নয়। এই মুহূর্তে দাঁড়িয়ে রাজনৈতিকভাবে অত্যন্ত সচেতন বাংলার মানুষ কি ভাবছেন তার একটা আভাস তুলে আনার প্রচেষ্টা মাত্র।

এই সমীক্ষায় যে যে বিষয়গুলি রয়েছে –
১. সমীক্ষার কাল – ২৩ শে জানুয়ারী থেকে ৭ ই ফেব্রুয়ারী, ২০১৯
২. প্রতিটি লোকসভার প্রতিটি বিধানসভায় এই সমীক্ষা চালানো হয়েছে
৩. প্রতিটি বিধানসভার অন্তত ১০% বুথে এই সমীক্ষা করা হয়েছে
৪. যে বুথে এই সমীক্ষা করা হয়েছে তার অন্তত ৩৫-৫০ জন ভোটারের সঙ্গে কথা বলা হয়েছে
৫. মোট ৩ লক্ষ মানুষের উপর এই সমীক্ষা করা হয়েছে
৬. রাজনৈতিক নেতাদের দলবদল এই সমীক্ষার একটি বড় প্রভাব হিসাবে ধরা হয়েছে
৭. রাজ্যের প্রধান চার রাজনৈতিক দল পৃথক-পৃথক ভাবে লড়াই করছে, কোন জোট হচ্ছে না ধরে নিয়ে এই সমীক্ষা করা হয়েছে

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রিয়বন্ধু মিডিয়ার করা সমীক্ষা অনুযায়ী, লোকসভা আসনের ক্ষেত্রে বাংলার সাম্ভাব্য ফলাফল একনজরে –
মোট লোকসভা আসন – ৪২
তৃণমূল কংগ্রেস – ২২
বিজেপি – ১৬
বামফ্রন্ট – ২
কংগ্রেস – ২
অন্যান্য – ০

প্রিয়বন্ধু মিডিয়ার করা সমীক্ষা অনুযায়ী, প্রাপ্ত ভোট শতাংশের হিসাবে বাংলার সাম্ভাব্য ফলাফল একনজরে –
তৃণমূল কংগ্রেস – ৩৫%
বিজেপি – ৩৪%
বামফ্রন্ট – ২১%
কংগ্রেস – ৬%
অন্যান্য – ৩%
নোটা – ১%

প্রিয়বন্ধু মিডিয়ার করা সমীক্ষা অনুযায়ী, বিধানসভা আসনের ক্ষেত্রে বাংলার সাম্ভাব্য ফলাফল একনজরে (যদিও আমরা লোকসভা ও বিধানসভার ক্ষেত্রে আলাদা আলাদা প্রশ্নমালা রেখেছিলাম, তবুও সাধারণ মানুষ এখন বিধানসভা নয়, লোকসভা নিয়ে বেশি প্রভাবিত। তাই এই ফলাফল, বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে অনেকটাই পরিবর্তিত হতে পারে) –
মোট বিধানসভা আসন – ২৯৪
তৃণমূল কংগ্রেস – ১৩৭
বিজেপি – ১২৫
বামফ্রন্ট – ১৬
কংগ্রেস – ১২
অন্যান্য – ৪

পশ্চিমবঙ্গের ৪২ টি আসনের মার্চ, ২০১৯-এর সমীক্ষার লিঙ্ক –
১. কুচবিহার – সাম্ভাব্য বিজয়ী বিজেপি (বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন)
২. আলিপুরদুয়ার – সাম্ভাব্য বিজয়ী বিজেপি (বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন)
৩. জলপাইগুড়ি – সাম্ভাব্য বিজয়ী তৃণমূল (বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন)
৪. দার্জিলিং – সাম্ভাব্য বিজয়ী তৃণমূল (বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন)

৫. রায়গঞ্জ – সাম্ভাব্য বিজয়ী বামফ্রন্ট (বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন)
৬. বালুরঘাট – সাম্ভাব্য বিজয়ী বিজেপি (বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন)
৭. মালদা উত্তর – সাম্ভাব্য বিজয়ী তৃণমূল (বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন)

৮. মালদা দক্ষিণ – সাম্ভাব্য বিজয়ী তৃণমূল (বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন)
৯. জঙ্গিপুর – সাম্ভাব্য বিজয়ী কংগ্রেস (বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন)
১০. বহরমপুর – সাম্ভাব্য বিজয়ী কংগ্রেস (বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন)
১১. মুর্শিদাবাদ – সাম্ভাব্য বিজয়ী তৃণমূল (বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন)
১২. কৃষ্ণনগর – সাম্ভাব্য বিজয়ী বিজেপি (বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন)
১৩. রানাঘাট – সাম্ভাব্য বিজয়ী তৃণমূল (বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন)
১৪. বনগাঁ – সাম্ভাব্য বিজয়ী বিজেপি (বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন)

১৫. ব্যারাকপুর – সাম্ভাব্য বিজয়ী তৃণমূল (বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন)
১৬. দমদম – সাম্ভাব্য বিজয়ী তৃণমূল (বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন)
১৭. বারাসত – সাম্ভাব্য বিজয়ী তৃণমূল (বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন)
১৮. বসিরহাট – সাম্ভাব্য বিজয়ী বিজেপি (বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন)
১৯. জয়নগর – সাম্ভাব্য বিজয়ী তৃণমূল (বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন)
২০. মথুরাপুর – সাম্ভাব্য বিজয়ী তৃণমূল (বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন)
২১. ডায়মন্ড হারবার – সাম্ভাব্য বিজয়ী তৃণমূল (বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন)

২২. যাদবপুর – সাম্ভাব্য বিজয়ী বামফ্রন্ট (বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন)
২৩. কলকাতা দক্ষিণ – সাম্ভাব্য বিজয়ী তৃণমূল (বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন)
২৪. কলকাতা উত্তর – সাম্ভাব্য বিজয়ী বিজেপি (বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন)
২৫. হাওড়া – সাম্ভাব্য বিজয়ী বিজেপি (বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন)
২৬. উলুবেড়িয়া – সাম্ভাব্য বিজয়ী তৃণমূল (বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন)
২৭. শ্রীরামপুর – সাম্ভাব্য বিজয়ী বিজেপি (বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন)
২৮. হুগলি – সাম্ভাব্য বিজয়ী তৃণমূল (বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন)

২৯. আরামবাগ – সাম্ভাব্য বিজয়ী তৃণমূল (বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন)
৩০. তমলুক – সাম্ভাব্য বিজয়ী তৃণমূল (বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন)
৩১. কাঁথি – সাম্ভাব্য বিজয়ী তৃণমূল (বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন)
৩২. ঘাটাল – সাম্ভাব্য বিজয়ী তৃণমূল (বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন)
৩৩. ঝাড়গ্রাম – সাম্ভাব্য বিজয়ী বিজেপি (বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন)
৩৪. মেদিনীপুর – সাম্ভাব্য বিজয়ী বিজেপি (বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন)
৩৫. পুরুলিয়া – সাম্ভাব্য বিজয়ী বিজেপি (বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন)

৩৬. বাঁকুড়া – সাম্ভাব্য বিজয়ী বিজেপি (বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন)
৩৭. বিষ্ণুপুর – সাম্ভাব্য বিজয়ী বিজেপি (বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন)
৩৮. বর্ধমান পূর্ব – সাম্ভাব্য বিজয়ী তৃণমূল (বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন)
৩৯. বর্ধমান দুর্গাপুর – সাম্ভাব্য বিজয়ী তৃণমূল (বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন)
৪০. আসানসোল – সাম্ভাব্য বিজয়ী বিজেপি (বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন)
৪১. বোলপুর – সাম্ভাব্য বিজয়ী তৃণমূল (বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন)
৪২. বীরভূম – সাম্ভাব্য বিজয়ী বিজেপি (বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন)

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!