দেবের হিরোগিরি কি বন্ধের মুখে? ঘাটাল লোকসভার নির্বাচন নিয়ে বড় নির্দেশ আদালতের! কলকাতা তৃণমূল মেদিনীপুর রাজনীতি রাজ্য August 2, 2024 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-রাজ্যে এবারের লোকসভা নির্বাচনে বিজেপির আসন সংখ্যা কমেছে ঠিকই। কিন্তু বেশ কিছু আসন নিয়ে বিজেপি অভিযোগ তুলতে শুরু করেছিল। এমনকি শুধু অভিযোগ করা নয়, তারা বেশ কিছু নির্বাচনী কেন্দ্রের বিষয় নিয়ে কলকাতা হাইকোর্টের শরণাপন্ন হবেন বলেও জানিয়ে দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই মত বসিরহাট লোকসভা কেন্দ্রের নির্বাচন নিয়েও আদালতের শরণাপন্ন হয়েছেন সেখানকার পরাজিত বিজেপি প্রার্থী রেখা পাত্র। আর এবার ঘাটাল লোকসভা কেন্দ্রের নির্বাচন নিয়েও কলকাতা হাইকোর্টে একটি মামলার পরিপ্রেক্ষিতে আদালতের পক্ষ থেকে বড় নির্দেশ দেওয়া হলো। যার ফলে সেখান থেকে এবারে জয়ী বিশিষ্ট অভিনেতা দীপক অধিকারী ওরফে দেবের অস্বস্তি বাড়বে বলেই মনে করছেন একাংশ। সূত্রের খবর, ইতিমধ্যেই বসিরহাট লোকসভা কেন্দ্রের নির্বাচন নিয়ে কলকাতা হাইকোর্টে যে মামলা হয়েছে, তার পরিপ্রেক্ষিতে আদালত বড় নির্দেশ দিয়েছে। আর সেই মত ঘাটাল লোকসভা কেন্দ্রের নির্বাচন নিয়েও আদালত বিরাট নির্দেশ দিয়েছে। এদিন আদালতের পক্ষ থেকে ঘাটাল লোকসভার সমস্ত নির্বাচনী নথি থেকে শুরু করে সিসিটিভি এবং ভিডিও ফুটেজ সংরক্ষণ করার নির্দেশ দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই বসিরহাটের পর এবার ঘাটালে তৃণমূল জয়লাভ করলেও, কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিল, তার ফলে দেবের হিরোগিরি বন্ধ হয়ে যেতে পারে। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা। আপনার মতামত জানান -