এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > দেওয়াল লিখনকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপির ঝামেলা, সমস্যা মেটাতে দেওয়াল চুনকাম করে দিল কমিশনের আধিকারিকরা

দেওয়াল লিখনকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপির ঝামেলা, সমস্যা মেটাতে দেওয়াল চুনকাম করে দিল কমিশনের আধিকারিকরা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – যত ভোট সামনে আসছে, ততই রাজ্যের অন্যতম যুযুধান দুই দল তৃণমূল এবং বিঞ্জেপির মধ্যে উত্তেজনা বাড়ছে। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে রাজনৈতিক সংঘর্ষের কথা শোনা যাচ্ছে। আর হাতে গোনা মাত্র চারদিন, তারপরেই শুরু রাজ্যে প্রথম দফার নির্বাচন। এরপর একে একে বাকি 7 দফা নির্বাচন সম্পন্ন হবে। নির্বাচনী লড়াইয়ের জন্য ইতিমধ্যে সমস্ত রাজনৈতিক দল তাঁদের প্রচার জোরদার চালাচ্ছে। 

আর প্রচারের অন্যতম অঙ্গ হল দেওয়াল লিখন। সেই দেয়াল লিখন নিয়েই এবার অগ্নিগর্ভ পরিস্থিতি আসানসোলে। আসানসোল উত্তর বিধানসভার চেলিডাঙ্গা রেজিস্ট্রি অফিস লাগোয়া এলাকায় বিজেপির দেওয়াল লেখা নিয়ে শুরু হয়ে যায় তৃণমূল এবং বিজেপির মধ্যে বড়সড় ঝামেলা।পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে গোটা দেয়াল চুনকাম করে দেওয়া হলো মঙ্গলবার সকালে।

 ঘটনা প্রসঙ্গে এলাকার বিজেপি কর্মী বিনোদ কুমার দুবে জানিয়েছেন, রবিবার রাতে তিনি তাঁর বাড়ির দেওয়ালে বিজেপি মনোনীত প্রার্থীর নাম লিখছিলেন। সেসময় সেখানে তৃণমূলের বেশ কয়েকজন এসে তাঁকে বাধা দেয় এবং মারধর করে। এরপর তিনি পালিয়ে যান। কিন্তু পরে আবার তাঁকে ধরে নিয়ে এসে মারধর করে তৃণমূলের ছেলেরা। 

পুলিশ এসে তাঁকে উদ্ধার করে। সোমবার আবারও একইভাবে দেওয়াল লেখা নিয়ে শুরু হয় নতুন করে উত্তেজনা। সূত্রের খবর,  বিনোদ দুবের ভাইপো অভিরূপ দুবে তৃণমূল কর্মী। বিজেপি কর্মী অভিযোগ করেছেন, তাঁর ভাইপো তৃণমূল কর্মী হওয়ার বাধা দিচ্ছে দেওয়াল লিখনে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সেখান থেকেই শুরু প্রথমে বাকবিতন্ডা ও পরে হাতাহাতি। অন্যদিকে তৃণমূল কর্মী অভিরূপ দুবের দাবী, যে দেওয়ালে বিজেপি কর্মীর নাম লেখা হচ্ছে সেই দেওয়ালে তাঁর দাদুর নাম লেখা আছে। অনুমতি না নিয়ে বিজেপি প্রার্থীর নাম লেখা হচ্ছিল। প্রতিবাদ করতে গেলে তাঁকেই ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। ঘটনাস্থলে আসানসোল দক্ষিণ থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দেওয়াল লিখন নিয়ে এলাকায় তৃণমূল ও বিজেপির মধ্যে উত্তেজনা বেড়ে যায়। 

পরিস্থিতি আগেভাগে সামাল দিতে সোমবার ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। সেসময় বিনোদ কুমার দুবে অভিযোগ জানান, এলাকার বিদায়ী তৃণমূল কাউন্সিলর অভিজিৎ ঘটক রাতের বেলায় তাঁর বাড়িতে হামলা চালায়, তাঁর বয়স্কা মাকে নিগ্রহ করা হয়।একই সাথে এলাকার বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু মুখার্জিও এই অভিযোগ সমর্থন করেন। অন্যদিকে এলাকার বিদায়ী কাউন্সিলর অভিজিৎ ঘটক বিজেপির অভিযোগ অস্বীকার করেন এবং পাল্টা চ্যালেঞ্জ করেন, যে অভিযোগ বিজেপির পক্ষ থেকে করা হচ্ছে, তা প্রমাণ হলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন। 

পাশাপাশি তিনি জানিয়েছেন, তৃণমূল হিংসার রাজনীতি করেনা। বিজেপিই দেওয়াল লিখনকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়াচ্ছে। অন্যদিকে এই ঘটনার খবর পেয়ে স্থানীয় পুলিশকে সাথে নিয়ে ওই এলাকায় উপস্থিত হন নির্বাচনী আধিকারিকরা। এবং দুই পক্ষের ঝামেলা থামাতে দেওয়াল মুছে দেওয়া হয়। নির্বাচন আধিকারিক এর পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়, যদি অনুমতিপত্র না থাকে তাহলে দেওয়াল লিখন মুছে দেওয়া হবে।

অন্যদিকে দেওয়াল মুছে দেওয়ায় অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন, তাহলে কি বিনা অনুমতিতে বিজেপির প্রার্থীর নাম লেখা চলছিল? সে কারণেই কি নির্বাচন কমিশন দেওয়াল পরিষ্কার করে দিলেন? যদিও এ প্রশ্নের পরিপ্রেক্ষিতে গেরুয়া শিবিরের কোনো উত্তর পাওয়া যায়নি। তবে শুধু দেওয়াল লিখন নয়, বিভিন্ন কারণেই তৃণমূল এবং বিজেপির ব্যাপক রাজনৈতিক দ্বন্দ্ব শুরু হয়েছে রাজ্যজুড়ে। মনে করা হচ্ছে, যতদিন না ভোট পর্ব মিটবে এবং ফলাফল প্রকাশ হবে, ততদিন পর্যন্ত রাজ্যজুড়ে এরকম উত্তেজনা চলতেই থাকবে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!