এখন পড়ছেন
হোম > রাজ্য > রাজ্য পুলিশে বড়সড় রদবদল, ঘনিষ্ঠ সুরজিৎ পুরকায়স্থের জন্য বিশেষ পদ মুখ্যমন্ত্রীর

রাজ্য পুলিশে বড়সড় রদবদল, ঘনিষ্ঠ সুরজিৎ পুরকায়স্থের জন্য বিশেষ পদ মুখ্যমন্ত্রীর

কেন্দ্রের অনুকরণে  নিরাপত্তা উপদেষ্টা পদ সৃষ্টি করলো রাজ্য সরকার। মঙ্গলবার নবান্নে মন্ত্রীসভার বৈঠকে এই নতুন পদ তৈরীর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের প্রথম নিরাপত্তা উপদেষ্টা পদে সুরজিত্‍ কর পুরকায়স্থ’র নাম বিবেচিত হয়েছে। বর্তমানে তিনি রাজ্য পুলিশের ডিজি পদে রয়েছেন। জানা গিয়েছে চলতি মাসের ৩০ শে মে বর্তমান ডিজি সুরজিত্‍ কর পুরকায়স্থ অবসর গ্রহণ করছেন। এরপরে রাজ্য পুলিশের ডিজি পদে স্থলাভিষিক্ত হতে চলেছেন  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা উপদেষ্টা বীরেন্দ্র।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

কিন্তু অবসর গ্রহনের পূর্বেই রাজ্যের নব গঠিত প্রশাসনিক পদের দায়িত্ব পাওয়ার কারণে মে মাসের শেষে প্রথাগত ভাবে অবসর গ্রহণ করলেও তাঁর প্রশাসনিক কাজের ধারা অব্যাহত থাকবে। নব গঠিত নিরাপত্তা উপদেষ্টা পদের কাজ হবে কেন্দ্রের সঙ্গে সমন্বয় বজায় রাখা। উল্লেখ্য অতীতে সেনাবাহিনী দিয়ে গাড়ির সমীক্ষা চালানোর বিষয়কে কেন্দ্র করে কেন্দ্রের সঙ্গে রাজ্যের মতবিরোধ হয়েছিলো। রাজ্যের মুখ্যমন্ত্রী এই নতুন পদ সৃষ্টির মাধ্যমে এইরকম মতবিরোধ সৃষ্টির সম্ভবনার অবসান ঘটাতে চাইলেন বলে মনে করা হচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!