এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > ঢাকঢোল পিটিয়ে বিজেপিতে গেলেও, অনুগামীরা এখনও তৃণমূলে! হেভিওয়েট বিধায়ককে ঘিরে বাড়ছে জল্পনা!

ঢাকঢোল পিটিয়ে বিজেপিতে গেলেও, অনুগামীরা এখনও তৃণমূলে! হেভিওয়েট বিধায়ককে ঘিরে বাড়ছে জল্পনা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –মনে করা হয়েছিল, তিনি বিজেপিতে যোগ দেওয়ার পর তৃনমূলে ব্যাপক ভাঙ্গন ধরতে শুরু করবে। কিন্তু বিজেপিতে যোগ দেওয়ার পর এখনও পর্যন্ত নিজের তেমন কোনো অনুগামীকে বিজেপিতে নিয়ে আসতে পারেননি মিহির গোস্বামী। স্বাভাবিক ভাবেই এখন প্রশ্ন উঠতে শুরু করেছে, মিহির গোস্বামী কেন সঠিক ভাবে তার অনুগামীদের বিজেপিতে নিয়ে আসতে পারলেন না! বস্তুত, মিহির গোস্বামী তৃনমূলের দীর্ঘদিনের বিধায়ক ছিলেন। আর তিনি বিজেপিতে দু মাস আগে যোগ দেওয়ার পর অনেকেই দাবি করেছিলেন, এবার তৃনমূলে ব্যাপক ভাঙ্গন ধরবে। কিন্তু এখনও তেমন কোনো বড় মাত্রায় তৃনমূলের কেউ বিজেপিতে নাম না লেখানোয় মিহিরবাবুর অস্বস্তি ক্রমশ বাড়ছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

কেন তিনি বিজেপিতে যোগ দেওয়ার পরেও বড় কাউকে নিয়ে আসতে পারলেন না? এদিন এই প্রসঙ্গে কোচবিহার দক্ষিণের বিধায়ক মিহির গোস্বামী বলেন, “যারা যোগ দেবেন, তারা ইতিমধ্যেই কাজ শুরু করেছেন। আমার অনুগামীরা নীরবে, অত্যন্ত নিবিড়ভাবে মাটির সঙ্গে কাজ করছেন। তারা সবাই আমার সঙ্গেই আছেন। সঠিক সময়ে তাদের দেখা যাবে। আমরা আপাতত বিধায়কের অফিস বন্ধ রেখেছি। যখন প্রয়োজন হবে, তখন ওই অফিস করে বসব। এখন আমার বাড়ির অফিস থেকেই বিধায়কের কাজ করছি।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশেষজ্ঞরা বলছেন, যত দিন যাচ্ছে, ততই দলবদল অন্যতম বিষয় হয়ে যেতে শুরু করেছে। মিহির গোস্বামী তৃণমূলের আজকের নেতা নন, এ কথা সবাই জানে। কিন্তু সেই তিনি যখন বিজেপিতে গেলেন, তখন তার হাত ধরে যে তৃণমূলের ভাঙ্গন ধরতে শুরু করবে, সেই ব্যাপারে নিশ্চিত ছিল সকলেই। তবে এখনো বড় মাপের কোনো নেতার সেভাবে বিজেপিতে যোগদান না করায় সেই মিহির বাবুর রাজনৈতিক বিস্তার নিয়ে নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে।

তবে মিহিরবাবুর অনুগামীরা অনেকেই বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন বলে দাবি করেছেন জেলা বিজেপির সভানেত্রী মালতী রাভা রায়। এদিন তিনি বলেন, “মিহিরবাবু তার অনুগামীদের সঙ্গে আলোচনা করছেন। আমরা আশা করছি, নিশ্চয়ই তার অনুগামীদের তিনি নির্বাচনের আগে দলে নিয়ে আসবেন।” তবে মিহির গোস্বামীর অনুগামীরা কোনোমতেই কোনো দলে যোগ দেবে না এবং তার কোনো অনুগামী নেই বলে দাবি করতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস।

এদিন এই প্রসঙ্গে জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক আব্দুল জলিল আহমেদ বলেন, “ওনার সঙ্গে মানুষের সেভাবে যোগসাজশ ছিল না। তাই মনে হয়, তার অনুগামী তেমন নেই। তিনি চিরকাল ব্যক্তি কেন্দ্রিক রাজনীতি করেছেন। সেই কারণেই এমনটা হচ্ছে বলে মনে হয়।” তবে যে যাই বলুন না কেন, গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সত্যি সত্যিই মিহির গোস্বামীর অনুগামী বলে কেউ আছেন কিনা এবং যদি তারা থাকেন, তাহলে তারা কবে বিজেপিতে যোগদান করেন, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!