এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > ঢাকঢোল পিটিয়ে বিজেপিতে যোগ দিয়েও এলাকায় দেখা নেই প্রাক্তন তৃণমূল সাংসদের! উঠছে একাধিক প্রশ্ন

ঢাকঢোল পিটিয়ে বিজেপিতে যোগ দিয়েও এলাকায় দেখা নেই প্রাক্তন তৃণমূল সাংসদের! উঠছে একাধিক প্রশ্ন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত 19 ডিসেম্বর মেদিনীপুরে অমিত শাহের সভা থেকে শুভেন্দু অধিকারীর সঙ্গে বিজেপিতে নাম লিখিয়েছিলেন আলিপুরদুয়ারের প্রাক্তন তৃণমূল সাংসদ দশরথ তিরকি। কিন্তু আশ্চর্যজনক ভাবে বিজেপিতে যোগ দেওয়ার পর বেশ কিছু দিন পেরিয়ে যাওয়ার পরেও দলের কোনো কর্মসূচিতে উপস্থিত হতে দেখা যাচ্ছে না প্রাক্তন এই তৃণমূল সাংসদকে। স্বাভাবিকভাবেই তার এই আড়ালে থাকা নিয়ে এবার জল্পনা ক্রমশ বাড়তে শুরু করেছে। কেন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পরেও কোনো কর্মসূচিতে উপস্থিত হচ্ছেন না, তিনি এখন তা নিয়ে নানা মহলে তৈরি হয়েছে প্রশ্ন।

প্রসঙ্গত উল্লেখ্য, গত 19 ডিসেম্বর আলিপুরদুয়ার জেলা থেকে দশরথ তিরকি, আশিস দত্ত এবং অভিজিৎ মজুমদার নামে তিন তৃণমূল নেতা বিজেপিতে যোগদান করেছিলেন। কিন্তু এরপরে যারা জেলার বাইরে গিয়ে যোগদান করেছেন, তাদের জেলার বাইরে থেকেই রাজনীতি করতে হবে বলে জানিয়ে দিয়েছিলেন জেলা বিজেপির সভাপতি। স্বাভাবিকভাবেই তার এই মন্তব্যের পর ক্রমশ শোরগোল পড়তে শুরু করে ভারতীয় জনতা পার্টির অন্দরমহলে।

নতুন দলে যোগদানকারী তৃণমূলের হেভিওয়েট নেতাদের ঠিকমত ব্যবহার করবে কি না গেরুয়া শিবিরের জেলা নেতৃত্ব, তা নিয়ে তৈরি হয় প্রশ্ন। তবে পরবর্তীতে নেতৃত্বের কড়া হুঁশিয়ারির পর সেই তিন নেতাকে জেলা পার্টি অফিসে নিয়ে এসে সংবর্ধনার আয়োজন করা হয়েছিল। কিন্তু আশিসবাবু এবং অভিজিৎবাবু সেই সংবর্ধনায় উপস্থিত থাকলেও, অনুপস্থিত থাকতে দেখা যায় প্রাক্তন তৃণমূল সাংসদ দশরথ তিরকিকে।

আর এরপর থেকেই নানা কর্মসূচি হওয়া সত্ত্বেও, সেই কোনো কর্মসূচিতে উপস্থিত থাকেননি দশরথবাবু। স্বাভাবিকভাবেই বিজেপিতে যোগদান করার পরেও কেন তিনি কোনো রকম রাজনৈতিক কর্মসূচিতে নতুন রাজনৈতিক দলে আসছেন না, এখন তা নিয়ে নানা মহলে জল্পনা ক্রমশ বৃদ্ধি পেতে শুরু করেছে। তাহলে কি এককালে বিজেপির জেলা সভাপতির কথায় তিনি ক্ষুন্ন! আর তাই নতুন দলে যোগদান করার পরেও সেই দলে নিজের রাজনৈতিক কর্মসূচি ঠিকমত শুরু করতে দেখা যাচ্ছে না তাকে!

বিশেষ সূত্র মারফত খবর, বিজেপিতে যোগ দেওয়ার পরেই দশরথবাবু দলের কাছে নিরাপত্তারক্ষী চেয়েছিলেন। কিন্তু এখনও তার ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীর বিষয়টি চূড়ান্ত করা হয়নি। তাই সেই বিষয়টি চূড়ান্ত হলে জেলায় ফিরে তিনি দলের কর্মসূচি শুরু করবেন। কিন্তু আসল ব্যাপার কি! কেন দশরথবাবুকে সেভাবে বিজেপিতে যোগদানের পরেও কোনো কর্মসূচিতে দেখা যাচ্ছে না!

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে বিজেপির জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা বলেন, “তিনি বেপাত্তা হননি। এসব বিরোধীদের অপপ্রচার। দশরথবাবুর সঙ্গে একবার ফোনে কথা হয়েছে। খুব তাড়াতাড়ি জেলায় ফিরবেন বলে জানিয়েছেন। তার ব্যক্তিগত দেহরক্ষীর বিষয়টি নিয়ে কিছু বলতে পারব না। উনি জেলায় ফিরলে তাকেও দলের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হবে। কিভাবে দশরথবাবুকে দলের কাজে লাগানো যাবে, তাও খতিয়ে দেখা হবে।”

এদিকে দশরথ তিরকি তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করার পরেও, যেভাবে তাকে বিজেপিতে কোনো কর্মসূচিতে দেখা যাচ্ছে না, তাতে পাল্টা সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। এদিন এই প্রসঙ্গে জেলা তৃণমূল সভাপতি মৃদুল গোস্বামী বলেন, “দশরথবাবু বিজেপিতে গিয়েছেন, সেটা ওনার দলের লোকেরাই মেনে নিতে পারছেন না। তাই ওনার বিজেপিতে যাওয়ার দিনেই কুমারগ্রামে গেরুয়া পার্টির লোকজন বিক্ষোভ দেখিয়েছিল। এর থেকেই স্পষ্ট, উনি জেলায় ফিরলে দলের লোকজন মেনে নেবেন না। তাই ভয়ে উনি জেলাতে আসছেন না।”

তবে যে যাই বলুন না কেন, বিজেপিতে যোগদান করার পরেও যেভাবে দশরথ তিরকিকে গেরুয়া শিবিরের কোনো কর্মসূচিতে দেখা যাচ্ছে না, তাতে তার এই ভূমিকা নিয়ে যে গেরুয়া শিবির অনেকটাই অস্বস্তিতে, তা বলার অপেক্ষা রাখে না। আর গেরুয়া শিবিরকে এই বিষয় নিয়ে এবার যে কড়া ভাষায় আক্রমণ করতে ময়দানে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস, তাতেও চাপে পড়তে শুরু করেছে ভারতীয় জনতা পার্টি। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, দশরথ তিরকিকে কবে নতুন দলের কর্মসূচিতে যোগ দেন এবং সক্রিয়ভাবে বিজেপিতে থেকে নিজের রাজনৈতিক ইনিংস শুরু করেন, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!