এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ঢাকে কাঠি পড়ে গেল ভোট পুজোর, রাজ্যে হাজির নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ

ঢাকে কাঠি পড়ে গেল ভোট পুজোর, রাজ্যে হাজির নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতকালই নির্বাচন কমিশনের কর্তা ব্যক্তিরা এসে হাজির হয়েছেন রাজ্যে। কিছুদিন পরেই শুরু হতে চলেছে একুশের বিধানসভা নির্বাচন। আর তাই নিয়েই টানটান উত্তেজনা এই মুহূর্তে বাংলার বুকে। কিছুদিন আগেই উপ নির্বাচন কমিশনার রাজ্যের প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করেছেন এবং রাজ্যের নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন। তবে এবার নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ কলকাতায় এসে হাজির হয়েছে। মনে করা হচ্ছে, এবার একুশের বিধানসভা নির্বাচনের অফিশিয়াল কর্মসূচি শুরু হতে চলেছে। সূত্রের খবর, মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরার নেতৃত্বে ফুল বেঞ্চ যেরকম ভাবে প্রশাসনিক অফিসারদের সঙ্গে বৈঠক করবেন, ঠিক সেভাবেই রাজনৈতিক প্রতিনিধিদের সঙ্গেও আলাদা আলাদা ভাবে কথা বলবেন।

তবে বুধবার নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ বাংলায় আসার পর আজ প্রত্যেকটি দল থেকে প্রতিনিধিরা নির্বাচন কমিশনের প্রতিনিধিদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, নির্বাচন কমিশনে গিয়ে যেরকম বাম এবং বিজেপি রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছেন, ঠিক সেভাবেই তৃণমূলের তরফ থেকেও সীমান্তে বিএসএফ এর বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে। এদিন তৃণমূলের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করা হয়, সীমান্তবর্তী এলাকায় বিএসএফ কোন একটি নির্দিষ্ট দলের নির্দেশে মানুষকে ভয় দেখাচ্ছে ভোট দেওয়া নিয়ে। এদিন নির্বাচন কমিশনে হাজির হয়েছিলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, প্রবীণ তৃণমূল নেতা সুব্রত মুখোপাধ্যায় এবং পুরমন্ত্রী ফিরহাদ হাকিম।

নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, কমিশন তাঁদের অভিযোগ খতিয়ে দেখবে বলে নিশ্চিত করেছে। অন্যদিকে গতকাল রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ অভিযোগ করেছিলেন, রাজ্যের শাসক দলের ভোটার তালিকায় রোহিঙ্গাদের নাম ঢুকানো নিয়ে। তবে এদিন দিলীপ ঘোষকে তীব্র কটাক্ষ করে পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, ভোটার তালিকা প্রস্তুত করে নির্বাচন কমিশন, তৃণমূল না। বৃহস্পতিবার মুকুল রায়ের নেতৃত্বে বিজেপির প্রতিনিধিরা নির্বাচন কমিশনে দেখা করতে যান। সেখানেই বাংলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়ছে বলে সরব হন তাঁরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পাশাপাশি কমিশনের কাছে তাঁরা দাবি করেন অবাধ এবং শান্তিপূর্ণ ভোটের। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়, 2019 এর লোকসভা নির্বাচনেও কেন্দ্রীয় বাহিনীকে কাজ করতে দেওয়া হয়নি বহু জায়গায়, তাই একুশের নির্বাচনে যাতে তার পুনরাবৃত্তি না হয়, সেদিকে কড়া নজর রাখতে অনুরোধ করা হয়েছে নির্বাচন কমিশনকে। অন্যদিকে সিপিএমের তরফ থেকে রবীন দেব, শমীক লাহিড়ী সহ বেশ কয়েকজন বাম প্রতিনিধি আজ নির্বাচন কমিশনের অফিসে পৌঁছান।

তাঁরাও নির্বাচন কমিশনে অবাধ এবং শান্তিপূর্ণ ভোটের দাবি করেছেন বলে জানা গিয়েছে। পাশাপাশি রাজ্যের ভোটার লিস্ট স্ক্রুটিনীর দাবি জানিয়ে এসেছেন তাঁরা। সবমিলিয়ে একুশের বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে রাজ্যের সব ক’টি দল এবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে। বোঝাই যাচ্ছে, একুশের নির্বাচনের পরিপ্রেক্ষিতে রাজ্যজুড়ে শুরু হয়ে গেছে জমজমাট লড়াই। আপাতত এই লড়াইয়ের ময়দানে কিভাবে রেফারিং করে নির্বাচন কমিশন নজর থাকবে সেদিকে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!