এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “ধাক্কা মেরে বিজেপিতে পাঠানো হল” তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক শিশির!

“ধাক্কা মেরে বিজেপিতে পাঠানো হল” তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক শিশির!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দীর্ঘদিনের বর্ষীয়ান রাজনীতিবিদ তিনি। অধিকারী পরিবারের বড় কর্তা থাকতে মেদিনীপুর নিয়ে তেমন কোনো চিন্তা করতে হয়নি মমতা বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু সেই অধিকারী পরিবারের মেজো ছেলে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করার পর গোটা অধিকারী পরিবারকে কটাক্ষ করতে শুরু করেছিল তৃণমূল কংগ্রেস। পূর্ব মেদিনীপুরের জেলা সভাপতির পদ থেকে শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারীকে সরিয়ে দিয়ে জেলা তৃণমূলের চেয়ারম্যান করা হয়।

স্বাভাবিক ভাবেই একের পর এক সভা থেকে শুভেন্দু অধিকারীকে আক্রমণ করতে গিয়ে শিশিরবাবুর দিকে প্রচ্ছন্ন আক্রমণ ব্যথিত করে তুলেছিল অধিকারী পরিবারের বড় কর্তাকে। স্বাভাবিক ভাবেই এই পরিস্থিতিতে তৃণমূলে থাকলেও, তেমন কোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করতে দেখা যাচ্ছিল না শিশিরবাবুকে। যত দিন যাচ্ছে, ততই পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছিল।

এমনকি সম্প্রতি তার পুত্র শুভেন্দু অধিকারীকে আক্রমণ করে তাকে ব্যাথা দেওয়া হচ্ছে বলেও দাবি করেছিলেন প্রবীণ তৃণমূল সাংসদ শিশির অধিকারী। আর এই পরিস্থিতিতে অনেক বঞ্চনা সহ্য করার পর আজ তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিতে চলেছেন তিনি। তবে গেরুয়া শিবিরে যোগ দেওয়ার আগে কিছু সময়ের মধ্যেই প্রাক্তন হয়ে যাওয়া তৃণমূল কংগ্রেস দল সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করতে দেখা গেল শিশির অধিকারীকে।

সূত্রের খবর, ইতিমধ্যেই শান্তিকুঞ্জে নিজের বাড়ি থেকে এগড়ায় বিজেপির সভার উদ্দেশ্যে রওনা দিয়েছেন শিশির অধিকারী। আর বাড়ি থেকে বেরোনোর সময় তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক দাবি করতে দেখা গেল তাকে। শিশিরবাবু বলেন, “আমাকে কার্যত ধাক্কা মেরে বিজেপিতে পাঠিয়ে দেওয়া হল।” অর্থাৎ তিনি বিজেপিতে যেতে না চাইলেও, তাকে এবং তার পরিবারকে যেভাবে তৃণমূলের পক্ষ থেকে কটাক্ষ করা হয়েছে, তার জন্যই যে তিনি এত বড় সিদ্ধান্ত নিলেন, তা এই মন্তব্যের মধ্যে দিয়ে বুঝিয়ে দিলেন প্রবীণ এই তৃণমূল সাংসদ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অর্থাৎ তার বিজেপিতে যাওয়ার জন্য তৃণমূলের একাংশই যে যথেষ্ট পরিমাণে দায়ী, তা নিজের বক্তব্যের মধ্যে দিয়ে বুঝিয়ে দিতে চাইলেন শিশির অধিকারী বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পর্যবেক্ষকদের মতে, শিশির অধিকারী তৃণমূল কংগ্রেসে যোগদান করার সাথে সাথেই অন্যান্যদের মত তাকেও “মীরজাফর” বলে কটাক্ষ করতে শুরু করবে তৃণমূলের নেতা নেত্রীরা। কিন্তু তৃণমূলের পক্ষ থেকে সেই কথা বলার আগেই পাল্টা এই ব্যাপারে যুক্তি দিয়ে দিলেন শিশির অধিকারী।

এক্ষেত্রে তাকে এবং তার পরিবারকে আক্রমণ করা এবং রাজনৈতিকভাবে প্রতিহত করার জন্য তৃণমূলের একাংশ বেশ কিছুদিন ধরে উঠে পড়ে লেগেছিল। আর তা সহ্য করতে না পেরেই যে তিনি কার্যত বাধ্য হয়ে এবার বিজেপিতে নাম লেখাচ্ছেন, তা নিজের মন্তব্যের মধ্য দিয়ে ইতিমধ্যেই বুঝিয়ে দিয়েছেন শিশির অধিকারী।

আর বাড়ি থেকে বেরিয়ে নতুন রাজনৈতিক ইনিংস শুরু করার আগে তাকে কার্যত ধাক্কা মেরে বিজেপিতে পাঠিয়ে দেওয়া হল বলে নিজের প্রাক্তন দলের বিরুদ্ধে অভিযোগ করলেন বর্ষীয়ান এই রাজনীতিবিদ। স্বাভাবিক ভাবেই শিশির অধিকারীর এই অভিযোগকে কেন্দ্র করে দিনভর যে সরগরম হয়ে উঠবে রাজ্য রাজনীতি, তা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!