এখন পড়ছেন
হোম > Uncategorized > ঢালাও রদবদল মমতার মন্ত্রিসভায়! সুব্রতর দপ্তর কার হাতে? জেনে নিন!

ঢালাও রদবদল মমতার মন্ত্রিসভায়! সুব্রতর দপ্তর কার হাতে? জেনে নিন!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-জল্পনা ছিলই। আর এবার সেই জল্পনাতে সীলমোহর দিয়েই রাজ্য মন্ত্রিসভায় ব্যাপক রদবদল করা হলো। যেখানে প্রয়াত রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের দপ্তরের দায়িত্ব পেলেন পুলক রায়। এছাড়াও অর্থ দপ্তরের প্রতিমন্ত্রী করা হল চন্দ্রিমা ভট্টাচার্যকে। শুধু তাই নয়, আরও একাধিক দপ্তরে বেশ কিছু রদবদল করা হয়েছে।

 

সূত্রের খবর, কিছুক্ষণ আগেই এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়। যেখানে অর্থমন্ত্রী হিসেবে আপাতত দায়িত্ব সামলাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি অর্থ দপ্তরের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব সামলাবেন চন্দ্রিমা ভট্টাচার্য। সদ্য প্রয়াত হয়েছেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। তাই তার আর দপ্তর কার হতে যাবে, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছিল।

 

অবশেষে সেই দপ্তর গেল পুলক রায়ের হাতে। অন্যদিকে এই পঞ্চায়েত দপ্তরেরই প্রতিমন্ত্রীর দায়িত্ব সামলাবেন বেচারাম মান্না। একইভাবে বেশ কিছুদিন ধরে অসুস্থ রাজ্যের ক্রেতা সুরক্ষা মন্ত্রী সাধন পান্ডে। তাই তার দপ্তরের দায়িত্ব দেওয়া হল মানস ভূঁইয়াকে। সব মিলিয়ে মন্ত্রিসভা গঠনের ছয় মাসের মধ্যেই ব্যাপক রদবদল করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!