এখন পড়ছেন
হোম > রাজ্য > ধুন্ধুমার পরিস্থিতি স্বাস্থ ভবনে ! নার্সিং চাকরিপ্রার্থীদের বিক্ষোভে উত্তাল শহর !

ধুন্ধুমার পরিস্থিতি স্বাস্থ ভবনে ! নার্সিং চাকরিপ্রার্থীদের বিক্ষোভে উত্তাল শহর !


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-   একদিকে স্কুল সার্ভিস কমিশনে নিয়োগের দুর্নীতিতে ব্যাপক চাপের মধ্যে রয়েছে রাজ্য সরকার যার ফলে বিরোধীদের প্রবল কটাক্ষের  সম্মুখীন হতে হয়েছে শাসক দলকে । প্রতিনিয়তই বিরোধীরা দুর্নীতির অভিযোগ তুলে অভিযোগের আঙুল তুলছে রাজ্যের শাসকদলের হেভিওয়েট নেতাদের বিরুদ্ধে । আর এরই মধ্যে স্বাস্থ্য দপ্তরে নার্স নিয়োগের মেধাতালিকায় অনিয়মের অভিযোগে সোমবারের পর মঙ্গলবার সল্টলেকে স্বাস্থ্য ভবনের সামনে চরম বিক্ষোভ দেখান চাকরি প্রার্থীরা  ।

তাদের অভিযোগ মেধাতালিকায় নাম থাকা  প্রায় তিন হাজার চাকরিপ্রার্থীকে কাউন্সেলিংয়ে ডাকা হয়নি এই অভিযোগ তুলে স্বাস্থ্য ভবনের সামনে বিক্ষোভ দেখান ডিগ্রিধারী নার্সদের একাংশ ।  ঘটনাস্থলে গন্ডগোল ও বিশৃঙ্খলা এড়াতে বিক্ষোভকারীদের আটকানোর জন্য পুলিশি ব্যারিকেড এর ব্যবস্থা করা হলে পুলিশদের সঙ্গে ধস্তাধস্তি বাধে স্বাস্থ্য ভবনে ঢোকার জন্য ।

সবমিলিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতেই চরম তুলকালাম পরিস্থিতি তৈরি হয় ঘটনাস্থলে । কিন্তু এই বিক্ষোভ কেন ? এই বিক্ষোভ নিয়ে চাকরিপ্রার্থীরা অভিযোগ তুলছেন তাদের নিয়োগের প্যালেন তৈরি করা হয়েছে সেই প্যানেলে অনেকের নাম রয়েছে যাদের রেজিস্ট্রেশন করা নেই সেই সাথে নিয়মবহির্ভূতভাবে চল্লিশোর্ধ অনেকেই চাকরি পেয়েছেন এবং কম নম্বর পাওয়া সত্ত্বেও নিয়োগ করা হয়েছে  বলে অভিযোগ বিক্ষোভকারীদের ।সব মিলিয়ে এখন দেখার বিষয় চাকরিপ্রার্থীদের এই বিক্ষোভ আন্দোলনের পরিপ্রেক্ষিতে গোটা পরিস্থিতি কোন দিকে গড়ায় সে দিকে নজর সকলের ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!