এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ধনকরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতেই মমতার চাপ বাড়িয়ে দিলেন প্রাক্তন রাজ্যপাল, ব্যাপক চাপে তৃণমূল সরকার!

ধনকরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতেই মমতার চাপ বাড়িয়ে দিলেন প্রাক্তন রাজ্যপাল, ব্যাপক চাপে তৃণমূল সরকার!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বর্তমান পরিস্থিতিতে রাজ্যের সঙ্গে রাজ্যপালের সম্পর্কের ভয়াবহতা চরম জায়গায় পৌঁছে গিয়েছে। এমনিতেই রাজ্যপালের সঙ্গে রাজ্যের সম্পর্ক খুব একটা ভালো নয়। কিন্তু পশ্চিমবঙ্গের সাংবিধানিক প্রধানের বিভিন্ন পদক্ষেপ গ্রহণকে কেন্দ্র করে অস্বস্তিতে পড়তে দেখা যাচ্ছে রাজ্য সরকারকে। যার পরিপ্রেক্ষিতে সোমবার একটি সাংবাদিক বৈঠক থেকে রাজ্যপালকে দুর্নীতিগ্রস্ত বলে দাবি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

যার পাল্টা মুখ্যমন্ত্রী ভুল তথ্য দিচ্ছেন বলে জানিয়ে দেন রাজ্যপাল। আর এর পরিপ্রেক্ষিতে সরগরম হয়ে উঠেছিল রাজ্য বনাম রাজ্যপালের দ্বৈরথ। আর তার মাঝেই এবার গোটা বিষয়ে একটি টুইট করে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিলেন ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল তথা হেভিওয়েট বিজেপি নেতা তথাগত রায়।

সূত্রের খবর, মঙ্গলবার একটি টুইট করেন ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল তথা বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি তথাগত রায়। যেখানে নিজের রাজ্যপাল থাকার অভিজ্ঞতাকে সামনে এনে রাজ্যপালের ক্ষমতা নিয়ে সরকার যেভাবে প্রশ্ন তুলছে, তাকে খন্ডন করার চেষ্টা করেন তিনি। ট্যুইটে তথাগত রায় লেখেন, “আমি নিজে পাঁচ বছর রাজ্যপাল ছিলাম। রাজ্যপালের কি কি ক্ষমতা থাকে, না থাকে, তা আমার ভালো করে পড়া আছে।একজন রাজ্যপাল কি তার রাজ্যের সীমানার মধ্যে যেখানে খুশি যেতে পারেন না! নাকি তার জন্য তাকে মুখ্যমন্ত্রীর কাছ থেকে অনুমতি নিতে হয়! জবাবদিহি করতে হয়! এই রাজ্যের রাজ্যপালের সঙ্গে যে আচরণ করা হচ্ছে, তাতে আমি ক্ষুব্ধ এবং বিরক্ত।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অর্থাৎ নিজের রাজ্যপাল থাকার অভিজ্ঞতা তুলে ধরে সরকার বর্তমানে যেভাবে রাজ্যপালের সঙ্গে আচরণ করছেন, তা মোটেই কাঙ্ক্ষিত নয় বলে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন তথাগত রায়। যা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকারের অস্বস্তি কিছুটা হলেও বাড়িয়ে দিল বলেই দাবি বিশেষজ্ঞদের। একাংশ বলছেন, এই গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের‌ প্রশাসন আরও চ্যালেঞ্জের মুখে পড়ে গেল। শিক্ষা থেকে স্বাস্থ্য, আইন-শৃঙ্খলা থেকে শুরু করে অন্যান্য বিষয়ে প্রতিনিয়ত সরকারের বিরুদ্ধে সরব হতে দেখা যায় রাজ্যপালকে। যা অস্বস্তিতে ফেলে দেয় তৃণমূল সরকারকে। বর্তমানে রাজ্যের হিংসার ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্যপালের নানা মন্তব্য ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছিল।

আর এই পরিস্থিতিতে সম্প্রতি রাজ্যপালের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করে তাকে দুর্নীতিপরায়ন বলে দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী। স্বাভাবিকভাবেই সরগরম হয়ে উঠেছিল রাজ্য রাজনীতি। যার ফলে রাজ্য বনাম রাজ্যপালের এই ভয়ঙ্কর দ্বৈরথের মাঝেই এবার গোটা বিষয়ে মন্তব্য করে রাজ্য সরকারের দিকেই প্রশ্ন ছুড়ে দিলেন ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!