এখন পড়ছেন
হোম > রাজ্য >  “ধনকরকে সরান” রাখঢাক না করেই কোবিন্দকে অনুরোধ সুদীপের! জোর জল্পনা!

 “ধনকরকে সরান” রাখঢাক না করেই কোবিন্দকে অনুরোধ সুদীপের! জোর জল্পনা!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বর্তমানে তৃণমূলের উদ্দেশ্য, রাজ্যপাল পদ থেকে জগদীপ ধনকরকে সরানো। আর সেই মতো করেই রাজ্য তো বটেই, সংসদেও আগামী দিনে আওয়াজ তোলার পরিকল্পনা রয়েছে ঘাসফুল শিবিরের। কিন্তু আজ সংসদের বাজেট অধিবেশন শুরুর দিনেই একেবারে রাষ্ট্রপতিকে পেয়ে এই ব্যাপারে অনুরোধ জানালেন তৃণমূলের সংসদীয় দলের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। যেখানে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার সময় বাংলার রাজ্যপালকে সরান বলে অনুরোধ করলেন তিনি।

সূত্রের খবর, আজ থেকেই শুরু হয়েছে সংসদের বাজেট অধিবেশন‌‌। যেখানে প্রথমে বক্তব্য রাখেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের। আর তারপরেই নিজের ভাষণ শেষ করে যখন সমস্ত সদস্যদের সঙ্গে তিনি সৌজন্য বিনিময় করছিলেন, ঠিক তখনই তার কাছে বাংলার রাজ্যপালকে নিয়ে অভিযোগ করেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। রাষ্ট্রপতির কাছে তিনি বলেন, “অবিলম্বে বাংলার রাজ্যপালকে অপসারণ করুন।”

বিশেষজ্ঞরা বলছেন, রাজ্যপালকে নিয়ে বর্তমানে ব্যাপক সমস্যায় পড়েছে তৃণমূল কংগ্রেস। প্রায় প্রতিটি বিষয়েই রাজ্যপালের সঙ্গে রাজ্য সরকারের বিবাদ তৈরি হয়েছে। তাই এই পরিস্থিতিতে সেই রাজ্যপালকে সরাতে একেবারে রাষ্ট্রপতিকে কাছে পেয়ে অভিযোগ জানালেন তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়। যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!