এখন পড়ছেন
হোম > রাজ্য > ধনখড়ের ইস্তফা গ্রহণ রাষ্ট্রপতির ! কে বসলেন বাংলার রাজ্যপালের চেয়ারে ! জেনে নিন

ধনখড়ের ইস্তফা গ্রহণ রাষ্ট্রপতির ! কে বসলেন বাংলার রাজ্যপালের চেয়ারে ! জেনে নিন


 

প্রিয়ববন্ধু মিডিয়া রিপোর্ট-  গতকাল রাজ্যজুড়ে জল্পনা চলছিলো রবিবারেই বাংলার রাজ্যপাল পদ থেকে ইস্তফা দেবেন জগদীপ ধনখড় । তার পরেই দেখা যায় সেই জল্পনাতেই পড়ল সীলমোহর ।অবশেষে গতকাল রবিবার রাতেই বাংলার রাজ্যপাল পদ থেকে ইস্তফা দিলেন জগদীপ ধনখড়। তাঁর ইস্তফাপত্র গ্রহণ করে সম্মানীয় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ মহাশয় । 

সংবাদ সূত্রের খবর অনু্যায়ী যানা যাচ্ছে এদিন এনডিএ’র উপরাষ্ট্রপতি পদপ্রার্থী জগদীপ ধনকড়ের ইস্তফা গ্রহণ করেন রাষ্ট্রপতি। সেই সাথে রাষ্ট্রপতি ভবন থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে পশ্চিমবঙ্গের অস্থায়ী রাজ্যপাল হিসাবে গণেশনের নাম ঘোষণা করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ মহাশয় ।

জানা যাচ্ছে  মণিপুরের রাজ্যপাল মণিপুরের রাজ্যপাল লা গণেশন তিনি মণিপুরের দায়িত্ব পালনের পাশাপাশি বাংলারও দায়িত্বভার সামলাবেন । রাষ্ট্রপতি ভবন থেকে জারি হওয়া বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে ”পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদ থেকে জগদীপ ধনকড়ের ইস্তফাপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। লা গণেশন মণিপুরে নিজের দায়িত্ব ছাড়াও পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদের দায়িত্ব পালন করবেন।” তবে সব মিলিয়ে এখন দেখার বিষয় বাংলার রাজ্যপাল পদে অস্থায়ীভাবে কতদিন তিনি দায়িত্বভার পালন করেন সেদিকেই নজর থাকবে রাজ্যবাসীর  ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!