এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > ধারালো অস্ত্র দিয়ে প্রভাবশালী তৃণমূল নেতার উপর চরম আক্রমন! অভিযোগের আঙুল বিজেপির বিরুদ্ধে

ধারালো অস্ত্র দিয়ে প্রভাবশালী তৃণমূল নেতার উপর চরম আক্রমন! অভিযোগের আঙুল বিজেপির বিরুদ্ধে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী ২০২১ এর বিধানসভা নির্বাচন যতই সামনে এগিয়ে আসতে চলেছে, ততই রাজ্যের শাসক দল তৃণমূল ও প্রধান বিরোধী বিজেপির মধ্যে রাজনৈতিক সংঘর্ষ, হানাহানি বৃদ্ধি পেয়েছে প্রবল ভাবে। গতকাল রাতে জলপাইগুড়ি জেলার মালবাজারের ধারালো অস্ত্র নিয়ে হামলা ও ছিনতাইয়ের অভিযোগ উঠে এলো মাল পুরবোর্ডের প্রশাসক স্বপন সাহার উপরে।

গতকাল রাত সাড়ে ৯ টায় মাল পুরবোর্ডের প্রশাসক স্বপন সাহার উপরে অকথ্য হামলার অভিযোগ উঠেছে। এ প্রসঙ্গে মাল টাউন তৃণমূল কংগ্রেস সম্পাদক অমিত দে জানিয়েছেন যে, গতকাল রাত সাড়ে ৯ টায় যখন নিজের বাড়িতে ফিরছিলেন প্রশাসক, সেসময় ২ নম্বর ওয়ার্ডের কিছু জনতা স্থানীয় একটি রাস্তার কাজ নিয়ে তাঁর কাছে অভিযোগ জানান। তাদের অভিযোগ শুনে তিনি যখন রাস্তার কাজ দেখতে যাচ্ছিলেন, সে সময় অকস্মাৎ তাঁর উপরে চড়াও হয় একাধিক বিজেপি কর্মী।

অভিযোগ উঠেছে, ধারালো অস্ত্র নিয়ে স্বপন বাবুর উপরে তারা হামলা করেছে। স্বপন বাবুকে প্রচণ্ড মারধর করেছে। ছিনতাই করেছে তাঁর সোনার আংটি ও গলার হার। স্বপন বাবুর উপরে এই হামলার পর বিক্ষোভে ফেটে পড়ে স্থানীয় তৃণমূল কর্মীরা। মাল থানার সামনে উপস্থিত হন তারা। বিক্ষোভ ও থানা ঘেরাও এর পরিকল্পনাও করেছিলেন তারা, তবে জেলা তৃণমূল নেতৃত্ব তাদের শান্ত করে। এরপর তৃণমূলের পক্ষ থেকে এই ঘটনার বিরুদ্ধে থানায় অভিযোগ জানানো হয়। ঘটনার তদন্তে নেমে সন্দেহভাজন এক ব্যক্তিকে ইতিমধ্যেই পুলিশ গ্রেপ্তার করেছে। এই ঘটনায় জড়িত অন্যান্য অভিযুক্তদেরও দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে তৃণমূল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই ঘটনার জন্য তৃণমূল সম্পূর্ণভাবে দোষী করেছে বিজেপিকে। তবে বিজেপি তাদের বিরুদ্ধে ওঠা তৃণমূলের এই অভিযোগকে সম্পূর্ণ অস্বীকার করেছে। এ প্রসঙ্গে বিজেপির টাউন মণ্ডল সভাপতি দেবাশিস পালের বক্তব্য, গতকাল রাত ন’টা নাগাদ পুর বোর্ডের প্রশাসক স্বপন সাহা তাঁর দলবল নিয়ে বিজেপির জনৈক নেতা প্রদীপ পন্ডিতের দোকানে হামলা চালিয়েছেন, মারধর করেছেন তাঁর পরিবারের সদস্যদের। তৃণমূলের বিরুদ্ধে তিনি থানায় পাল্টা অভিযোগ জানাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।

গতকালের এই ঘটনা প্রসঙ্গে মাল মহকুমা পুলিশ আধিকারিক দেবাশিস চক্রবর্তী জানিয়েছেন যে, এ বিষয়ে এখনো কোনো অভিযোগ জমা পড়েনি। তবে সমস্ত ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। সেইসঙ্গে এলাকার পরিস্থিতি এখনও পুলিশের নিয়ন্ত্রণের মধ্যেই আছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!