এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ধর্ষণের অভিযোগ লেখানোর ২৪ ঘন্টার মধ্যেই প্রত্যাহার, তৃণমূলের দিকে আঙুল তুলে বিস্ফোরক লকেট

ধর্ষণের অভিযোগ লেখানোর ২৪ ঘন্টার মধ্যেই প্রত্যাহার, তৃণমূলের দিকে আঙুল তুলে বিস্ফোরক লকেট


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এবার ধর্ষণের অভিযোগ ঘিরে রাজ্যের দুই প্রধান রাজনৈতিক দল তৃণমূল ও বিজেপির মধ্যে শুরু হল চাপানউতোর। সূত্রের খবর, ধর্ষণের অভিযোগ করার 24 ঘণ্টার মধ্যেই যেভাবে তা প্রত্যাহার করা হয়েছে, তার পেছনে তৃণমূলের প্রভাব আছে বলে শাসকদলের দিকে অভিযোগের আঙুল তুলেছেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। ঘটনাটি ঘটেছে চুঁচুড়া জেলায়। সম্প্রতি সেখানে একটি ধর্ষণের ঘটনা ঘটে বলে জানা যাচ্ছে। আর এই ঘটনাকে কেন্দ্র করে গেরুয়া শিবিরের নেতাকর্মীরা ঘটনাটিকে সামনে তুলে ধরেন। বিজেপি নেতা কর্মীদের সহায়তায় ধর্ষিতা নাবালিকা ও তাঁর মা থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন।

কিন্তু এর পরেই আসে নাটকীয় পরিবর্তন। 24 ঘন্টা পার হতে না হতেই নির্যাতিতা নাবালিকা এবং তাঁর মা থানায় গিয়ে অভিযোগ প্রত্যাহার করে নেন। আর তাই নিয়েই সংসদ লকেট চট্টোপাধ্যায় ব্যাপক আকারে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলে বলেন, ধর্ষিতার পরিবারের ওপর তৃণমূল চাপ সৃষ্টি করায় তাঁরা অভিযোগ তুলে নিতে বাধ্য হয়েছে। অন্যদিকে নাবালিকা ধর্ষণের অভিযোগে অভিযুক্ত রিজু হেলাকে অন্য একটি ধর্ষণের ঘটনায় মঙ্গলবার রাতেই চুঁচুড়া থানার পুলিশ গ্রেপ্তার করেছে বলে জানা গেছে। চুঁচুড়া এলাকায় এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে সম্প্রতি।

থানায় অভিযোগ জানাতে গেলে বলা হয়, অভিযুক্তের বিরুদ্ধে দুদিন আগেই আরও একটি ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়েছে। তাই নতুন করে কোনো অভিযোগ দায়ের করা যাবেনা। এর পরেই ওই পরিবার দ্বারস্থ হয় এলাকার বিজেপি শিবিরের। তারপর বিজেপি নেতাদের হস্তক্ষেপে স্থানীয় থানা অভিযোগ গ্রহণ করে। কিন্তু 24 ঘন্টা পার হতে না হতেই 180 ডিগ্রি ঘুরে গিয়ে বুধবার সকালে নির্যাতিতা এবং তাঁর মা আবার চুঁচুড়া থানায় গিয়ে অভিযোগ প্রত্যাহার করে নেন এবং স্পষ্টভাবে জানান, তাঁরা চাপে পড়েই অভিযোগ দায়ের করেছেন। তবে কার চাপ ছিল তাঁদের ওপর বা হঠাৎ কেনই ভা তিনি অভিযোগ প্রত্যাহার করলেন তার সঠিক কোনো কারণ জানা যায়নি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু এরপরেই এলাকায় রাজনৈতিক উত্তেজনা বাড়ে। আগে থেকেই ধর্ষণে অভিযুক্তর বিরুদ্ধে কঠোর শাস্তির দাবিতে বিজেপি কর্মীরা চুঁচুড়া থানার সামনে বুধবার সকাল থেকেই বিক্ষোভ দেখাতে শুরু করে। কিন্তু তার আগেই নির্যাতিতার মা এবং নির্যাতিতা থানায় গিয়ে অভিযোগ প্রত্যাহার করে নেয়। আর সেই শুনে থানার সামনে হাজির হন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। ব্যাপক ক্ষোভ দেখিয়ে তিনি বলেন, তৃণমূলের চাপে পড়েই নির্যাতিতরা অভিযোগ প্রত্যাহার করে নিয়েছে। পাশাপাশি এও জানান, অভিযোগ থাকুক আর না থাকুক, দোষীদের শাস্তির দাবীতে বিজেপি রাস্তায় বিক্ষোভ দেখাবে।

বিজেপি সাংসদ তথা নেত্রী লকেট চট্টোপাধ্যায় আরও দাবি করেন, চাপে না পড়লে কোন মা তাঁর মেয়ের ওপর এ ধরনের নিকৃষ্ট ব্যাপার নিয়ে মিথ্যা কথা বলতে পারেন না। অন্যদিকে এদিন বিকেলে চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেন বলে জানা গিয়েছে। লকেটের বক্তব্যের পাল্টা এদিন অসিত মজুমদার বলেন, লকেট চট্টোপাধ্যায় এর পায়ের তলার মাটি শক্ত করার জন্যই তিনি এধরনের মন্তব্য করছেন। অভিযোগ পাল্টা অভিযোগ নিয়ে রীতিমতো চাপে এই মুহূর্তে চন্দননগর কমিশনারেটের পুলিশ।

অন্যদিকে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে বিজেপি নেতা কর্মীরা রাজনৈতিকভাবে কিছুটা এলাকার মানুষের কাছাকাছি পৌঁছাবার চেষ্টা করছিলো বলে মনে করা হচ্ছে। কিন্তু অভিযোগকারিণী অভিযোগ প্রত্যাহার করার কারণে রাজনৈতিক দিকটি কিছুটা দুর্বল হয়ে পড়ে বিজেপির কাছে। অন্যদিকে বিজেপি যে অভিযোগ করছে তৃণমূলের দিকে তার অবশ্য এখনো পর্যন্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে চুঁচুড়া এলাকায় এই ধর্ষণকাণ্ড ঘিরে রাজনৈতিক আবহাওয়া যে উত্তপ্ত হয়ে উঠেছে সে কথা অনস্বীকার্য।

 

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!