এখন পড়ছেন
হোম > জাতীয় > ধীরে ধীরে বিদায় নিচ্ছে করোনা, পরিসংখ্যানে আশার আলো দেশজুড়ে!

ধীরে ধীরে বিদায় নিচ্ছে করোনা, পরিসংখ্যানে আশার আলো দেশজুড়ে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –   প্রথম ঢেউয়ের পর দ্বিতীয় ঢেউ যখন ভারতবর্ষে প্রবেশ করেছিল, তখন থেকেই তা ভয়াবহ আকার ধারণ করতে শুরু করে। প্রথম টেউয়ের থেকে আরও বিপজশজনক হতে পারে দ্বিতীয় ঢেউ বলে দাবি করেছিলেন বিশেষজ্ঞরা। তবে প্রথম থেকেই অতীতের অভিজ্ঞতা নিয়ে বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রীয় সরকার একগুচ্ছ বিধিনিষেধ জারি করে যাতে সামাজিক দূরত্ব পালন করা যায়, তার চেষ্টা করেছিল।

এই দ্বিতীয় ঢেউ প্রবেশ করার সময় প্রথমদিকে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা ভয়াবহ আকার ধারণ করলেও, এখন অনেকটাই আয়ত্তের মধ্যে আসতে শুরু করেছে। বর্তমানে প্রতিনিয়ত করোনা আক্রান্তের গ্রাফ কমতে শুরু করেছিল। আর রবিবার করোনা ভাইরাসের বর্তমান পরিস্থিতি নিয়ে যে রিপোর্ট পাওয়া গেল, তা রীতিমতো স্বস্তিদায়ক। যার জেরে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ ধীরে ধীরে ভারতবর্ষ থেকে বিদায় নেওয়ার জায়গায় পৌঁছে যাচ্ছে বলেই মনে করছেন একাংশ।

সূত্রের খবর, গত 24 ঘন্টায় গোটা দেশ জুড়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 1 লক্ষ 14 হাজার 460 জন মানুষ। তবে আক্রান্তের সংখ্যা যেমন অনেকটাই কমে এসেছে, ঠিক তেমনই কমেছে মৃত্যুর সংখ্যাও। জানা গেছে, গত 24 ঘন্টায় হয়েছে প্রায় 2 হাজার 677 জন মানুষের। অর্থাৎ বিধিনিষেধ সহ একগুচ্ছ নিয়ম পালনের কারণে এতদিন আক্রান্তের সংখ্যা কমতে শুরু করেছিল। কিন্তু মৃত্যুর সংখ্যা বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন বিশেষজ্ঞরা। তবে এবার সেই মৃত্যুর সংখ্যা কমতে শুরু করায় রীতিমত আশার আলো তৈরি হয়েছে দেশবাসীর মধ্যে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশেষজ্ঞরা বলছেন, অতীত থেকে শিক্ষা নিয়ে দ্বিতীয় ঢেউ প্রবেশ করার সাথে সাথেই বিভিন্ন রাজ্য তা আটকাতে সচেষ্ট হয়ে পড়েছিল। এক্ষেত্রে কোনো কোনো রাজ্য লকডাউন, আবার কেউ কেউ বা বিধি-নিষেধ জারি করে পরিস্থিতি সামলানোর চেষ্টা করেছে। যার সুফল পেতে শুরু করেছে গোটা দেশ। ধীরে ধীরে আক্রান্তের সংখ্যা নীচের দিকে নামতে শুরু করেছে।

অনেকে বলছেন, গোটা দেশজুড়ে ভ্যাকসিনেশনের ওপর জোর দেওয়া হয়েছে। সেদিক থেকে আক্রান্তের সংখ্যা কমে যাওয়া ও মৃত্যুর সংখ্যা কম, ভ্যাকসিনের উপর জোর দেওয়ার অন্যতম সুফল। ধীরে ধীরে আরও দ্রুত আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা কমতে শুরু করবে বলে আশা করা হচ্ছে। যার জেরে করোনা ভাইরাসের প্রথম ঢেউয়ের মত দক্ষ হাতে ভারত দ্বিতীয় ঢেউকে বিলীন করতে সক্ষম হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞ থেকে শুরু করে চিকিৎসকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!