এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > ধীরে ধীরে কি বিজেপিতেই সুরে বাঁধছেন আবার রাজীব? গুঞ্জন ক্রমশ তীব্র

ধীরে ধীরে কি বিজেপিতেই সুরে বাঁধছেন আবার রাজীব? গুঞ্জন ক্রমশ তীব্র


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একসময় হাওড়া জেলার অন্যতম তৃণমূল নেতা ছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। কিন্তু একুশের বিধানসভা নির্বাচনের আগে তিনি রাতারাতি তৃণমূল ছেড়ে চলে গিয়েছিলেন বিজেপিতে। এরপর বিজেপির প্রচার সভায় তৃণমূলের বিরুদ্ধে রীতিমত ঝড় তুললেও  কার্যক্ষেত্রে রাজীব বন্দ্যোপাধ্যায় সেভাবে প্রভাব ফেলতে পারেননি তৃণমূলের ভোটবাক্সে। তৃণমূল দখল করে নেয় রাজীবের ডোমজুড় এলাকা।  অন্যদিকে ভোটের ফলাফল প্রকাশ হবার পরে রাজীব বন্দ্যোপাধ্যায় ক্রমাগত বেসুরো হতে শুরু করেন যা যথারীতি গেরুয়া শিবিরের উদ্বেগ বাড়ায়।

বিশেষ করে মুকুল রায় বিজেপি ছেড়ে তৃণমূলে চলে আসার পর থেকে রাজীবেরও তৃণমূল নেতাদের কাছে আনাগোনা বেড়ে যায় বলে মত বিশেষজ্ঞদের। কিন্তু তৃণমূলের পক্ষ থেকে রাজীব বন্দ্যোপাধ্যায়কে দলে নেওয়ার ব্যাপারে প্রথম থেকেই দলের নিম্নস্তর থেকে উচ্চস্তরের অনেকেই আপত্তি জানিয়েছিলেন। তাই রাজীব বন্দ্যোপাধ্যায়কে দলে নেওয়ার ব্যাপারে বিশেষ কোনো আগ্রহ দেখায়নি তৃণমূল। অগত্যা রাজীব ব্যানার্জ্জী  ফিরে গেলেন নিজের স্থানে। তিনি এবার রাজ্য বিজেপি দপ্তরে দুটি চিঠি পাঠিয়েছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, শনিবার বিজেপির সাংগঠনিক সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তীকে একটি মুখ বন্ধ খামে যেমন একটি চিঠি পাঠিয়েছেন, তেমনই একটি খোলা চিঠি পাঠিয়েছেন যেখানে এলাকার ঘরছাড়া গেরুয়া কর্মীদের তালিকা রয়েছে। তবে জানা গিয়েছে, ঘরছাড়াদের তালিকা রাজীব বন্দ্যোপাধ্যায় নিজের তৈরী নয়, তাঁর কাছে যে তালিকা এসেছিল তিনি তাই পাঠিয়ে দিয়েছেন। একই সাথে প্রশ্ন উঠেছে, বেসুরো রাজীব বন্দ্যোপাধ্যায় কি 29 শে জুন রাজ্য বিজেপির কর্মসমিতির বৈঠকের যাবেন? কারণ এর আগে দিলীপ ঘোষের সভাপতিত্বে হেস্টিংসের বৈঠকে পাওয়া যায়নি রাজীব বন্দ্যোপাধ্যায়কে।

অন্যদিকে কিছুদিন আগেই রাজীব বন্দ্যোপাধ্যায়কে দেখা গিয়েছিল কুনাল ঘোষ থেকে পার্থ চট্টোপাধ্যায় বাড়িতে। আর তাই নিয়েই রাজ্য রাজনীতিতে গুঞ্জন তীব্র হয়। তবে এবার বিশেষজ্ঞদের মতে, রাজীব বন্দ্যোপাধ্যায় শেষ পর্যন্ত তৃণমূলে ঢোকার জন্য গ্রিন সিগন্যাল না পাওয়ায় মনে করা হচ্ছে তিনি আবার গেরুয়া শিবিরেই ঘুরে দাঁড়াবেন। তবে যেভাবে তিনি এতদিন তৃণমূল নেতাদের সঙ্গে যোগাযোগ করে বিতর্ক ছড়িয়েছেন, তাতে গেরুয়া শিবিরে তিনি নতুন করে বিশ্বাসযোগ্যতা ফিরে পাবেন কিনা, তা নিয়ে যথেষ্ট সন্দেহ থাকছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!