এখন পড়ছেন
হোম > অন্যান্য > রিটায়ারমেন্টের এত বছর পরেও কোহলি-ধোনিদের সমানে টক্কর বাংলার মহারাজের, জানলে চমকে যাবেন আপনিও

রিটায়ারমেন্টের এত বছর পরেও কোহলি-ধোনিদের সমানে টক্কর বাংলার মহারাজের, জানলে চমকে যাবেন আপনিও


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- বর্তমানে টিভির পর্দায় বিভিন্ন অ্যাডে বাংলার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়ের যে পরিচিত মুখ হয়েই উঠে এসেছেন সেকথা টিভি খুললেই প্রমাণ হয়ে যায়। বস্তুত জনপ্রিয় খেলোয়াড়দের দিয়ে বিভিন্ন জিনিসের অ্যাড করানো নতুন কোন বিষয় নয়। এতদিন যেখানে সেই অ্যাডে মহেন্দ্র সিং ধোনি বা বিরাট কোহলিকে দেখা যেত, সেখানে সম্প্রতি তাদের দৌড়ে এগিয়ে থাকতে দেখা গেছে সৌরভ গঙ্গোপাধ্যায়কে।

দেখতে গেলে রিটারমেন্ট করেছেন অনেকদিনই। কিন্তু সেই সঙ্গে তাঁর যে ব্যাটিং এখনো পর্যন্ত শেষ হয়নি, তাই নতুন করে প্রমাণ হয়ে গেল সম্প্রতি প্রকাশিত এক রিপোর্টে। চলতি বছরের IPL বিজ্ঞাপনে যেখানে টপ ৫ লিস্টে জায়গা করে নিয়েছেন দিল্লি ক্যাপিটালসের উইকেটকিপার ব্যাটসম্যান ঋষভ পন্থ, সেখানেই সকলকে চমকে দিয়ে উঠে এসেছে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের নামও।

গতবারে IPL থেকে এবারে ২৫টি নতুন ক্যাটেগরি এবং ১৪০টি নতুন ব্র্যান্ড যুক্ত হয়েছে বলে জানা গেছে। সেখানে নতুন ক্যাটেগরির মধ্যে সবার প্রথমে রয়েছে ‘সেলুলার ফোন সার্ভিস’এর নাম আর তারপরেই রয়েছে ‘কর্পোরেট – স্পোর্টস’এর নাম। এছাড়াও ১৪০টি নতুন ব্র্যান্ডের মধ্যে সবার প্রথমে রয়েছে ‘VI Cellular Phone Service’ এবং তার ঠিক পরেই রয়েছে ‘Oppo F17/F17 Pro’এর নাম।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গেছে, সেরা পাঁচ ক্যাটেগরিজ়ের লিস্টের প্রথমেই ই-কমার্স সেক্টর রয়েছে। তারা মোট অ্যাড ভলিউমের 30% জুড়েই রয়েছে এই প্ল্যাটফর্মের বিজ্ঞাপন। আর সেই সেরা পাঁচ ক্যাটেগরিজ় মোট অ্যাড ভলিউমের 40% শেয়ার যোগ করছে। এই সেরা পাঁচ ক্যাটেগরিতে Oppo India এবং FX Mart গতবার এবং তার আগের বারও IPL-এ ছিল বলে দেখা গেছে। এছাড়াও অ্যাডভার্টাইজার্স এবং ব্র্যান্ডসের কাউন্ট যথাক্রমে 11% এবং 13% করে বেড়েছে বলেও জানা গেছে।

আর এখানেই একটি রিপোর্টে জানা গেছে গত বারের IPL চলাকালীন মোট ৭ জন স্পোর্টস সেলিব্রিটিকে বিভিন্ন কমার্শিয়্যাল বিজ্ঞাপনে দেখা গিয়েছিল। আর এবার সেই সংখ্যাটা এবার প্রায় ডাবলেরও বেশি হয়ে গিয়েছে। সেখানে চলতি মরশুমের IPL-এ 19 জন স্পোর্টস সেলেব বিভিন্ন বিজ্ঞাপনে অংশ নিয়েছেন বলেই দেখা গেছে।

এছাড়াও সেই রিপোর্ট অনুযায়ী আরও বলছে যে, সব মিলিয়ে এবারের IPL-এ টেলিভিশনের সমস্ত অ্যাডভার্টাইজিংয়ের ৫০% জুড়ে সেলিব্রিটি এন্ডর্সড অ্যাডস ছিল। সেইসঙ্গে বিভিন্ন ব্র্যান্ডের সেলিব্রিটি বিজ্ঞাপনের নিরিখে ক্রীড়া জগতের ব্যক্তিত্বদের নেওয়ার হারও এবার তাই বেড়ে হয়েছে ২৩%। ফলে অনেকটাই পিছিয়ে পড়েছেন বলিউড সেলিব্রিটিরা।

আর সেখানেই আগের বছরের থেকে চলতি বছরে ধোনি এবং কোহলির বিজ্ঞাপনের হার কমতেই দেখা গেছে। যদিও প্রথম এবং দ্বিতীয় স্থানে রয়েছেন এই দুজনেই। কিন্তু গত বার যেভাবে IPL-এ ব্র্যান্ড এন্ডর্সমেন্ট করেছিলেন ধোনি এবং কোহলি, এবার আর সেটা হয়নি। দেখা গেছে IPLএ মহেন্দ্র সিং ধোনির মোট অ্যাডভার্টাইজিং শেয়ার দাঁড়িয়ে রয়েছে ৩৭%, যা ২০১৯ সালের IPL-এ ছিল ৪৭%। ঠিক একই ভাবে গতবারের তুলনায় এবার বিরাট কোহলিরও মোট অ্যাডভার্টাইজিং শেয়ার ১২% কমেছে বলেও জানা গেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!