এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ধোপে টিকল না রথযাত্রার বিরোধিতা, হাইকোর্টে স্বস্তির নিঃশ্বাস গেরুয়া শিবিরের

ধোপে টিকল না রথযাত্রার বিরোধিতা, হাইকোর্টে স্বস্তির নিঃশ্বাস গেরুয়া শিবিরের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  একুশের বিধানসভার নির্বাচনে বাংলার মসনদ দখল করতে লড়াই চলছে জোড় কদমে। একদিকে তৃণমূল যখন জনসংযোগ করতে বাড়িয়ে চলেছে একের পর এক প্রকল্প এবং কর্মসূচি। ঠিক সেরকমই গেরুয়া শিবিরও বিধানসভা নির্বাচনের প্রাক্কালে জনসংযোগে নজর দিয়ে শুরু করেছে রাজ্যব্যাপী রথযাত্রার। যদিও গেরুয়া শিবিরের এই রথযাত্রা নিয়ে প্রথম থেকে প্রশ্নচিহ্ন লাগিয়েছিল রাজ্য প্রশাসন। সেই অনুযায়ী মামলাও হয়েছিল হাইকোর্টে, তবে তা প্রশাসনের তরফ থেকে সরাসরি না হলেও এর পেছনে শাসক দলের কারসাজির অভিযোগ করে বিজেপি। তবে হাইকোর্টে কিন্তু আপাত স্বস্তিতেই রইল বিজেপি শিবির।

রাজনৈতিক মহলের অনেকেই অবশ্য মনে করছেন পরোক্ষে মুখ পুড়ল রাজ্য প্রশাসনের। প্রসঙ্গত, এ মাসের 6 ফেব্রুয়ারি থেকে রাজ্যজুড়ে রথযাত্রার সূচনা করেছে বিজেপি। সেক্ষেত্রে রথযাত্রার নাম দেওয়া হয়েছে ‘পরিবর্তনের রথযাত্রা’ আর এখানেই আপত্তি ছিল শাসক শিবিরের। বিজেপির রথযাত্রায় স্থগিতাদেশ চেয়ে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল হাইকোর্টে আইনজীবী রামপ্রসাদ সরকারের তরফ থেকে। আর এদিন হাইকোর্টের বিচারপতি রাজেশ বৃন্দল এবং বিচারপতি অনুরুদ্ধ রায়ের ডিভিশন বেঞ্চ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, হাইকোর্টে বিজেপির রথযাত্রা স্থগিত রাখার কারণ হিসেবে জানানো হয়েছিল, করোনা পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। সেক্ষেত্রে রথযাত্রা রাস্তায় নামলে মানুষের ভিড় বাড়বে, পাশাপাশি সংক্রমণ ছড়ানোর আশঙ্কা থেকে যায়। অন্যদিকে, গেরুয়া শিবির অভিযোগ তোলে, এই মামলায় তাঁদেরকে অন্তর্ভুক্ত করা হয়নি। যেহেতু তাঁরাই রথযাত্রার আয়োজন করেছে, তাই এই মামলায় তাঁদের বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ার দাবী রাখে। সেক্ষেত্রে বিজেপিকে স্বস্তি দিয়ে হাইকোর্ট তাঁদেরকে মামলায় অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছে।

প্রসঙ্গত, বিজেপির রথযাত্রা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে নবদ্বীপ থেকে। কিন্তু তার আগেই হাইকোর্ট যেভাবে এই রথযাত্রাকে স্বীকৃতি দিয়ে দিল, তাতে এই মামলা গুরুত্বহীন হয়ে পড়ল বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, বিজেপির রথযাত্রা হাইকোর্টে যতটা মান্যতা পেল, তাতে তাঁদের আত্মবিশ্বাস কিন্তু যথেষ্ট তুঙ্গে থাকবে বলে মনে করা হচ্ছে। তবে রাজ্য প্রশাসন কড়া নজর রেখেছে, এই রথযাত্রা বা পরিবর্তন যাত্রার হাত ধরে রাজ্যে যাতে কোনো রকম অশান্তির সূত্রপাত না হয়।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!