এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ধরা পড়ে গেলো এসএসকেএমে বড়সড় ষড়যন্ত্র, তীব্র চাঞ্চল্য রাজনৈতিক মহলে

ধরা পড়ে গেলো এসএসকেএমে বড়সড় ষড়যন্ত্র, তীব্র চাঞ্চল্য রাজনৈতিক মহলে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত 10 ই মার্চ রাজ্য রাজনীতিতে ওঠে ব্যাপক ঝড়। নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনোনয়নপত্র জমা দেওয়ার পর বিরুলিয়া বাজারে গিয়ে ধাক্কাধাক্কিতে আহত হন। তখন থেকেই প্রশ্ন উঠছে, এটি কি নিছক দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র? ইতিমধ্যেই নন্দীগ্রামের মামলা হাতে নিয়েছে সিআইডি। অন্যদিকে এবার সামনে এলো আরেকটি বড়োসড়ো খবর। 

মুখ্যমন্ত্রী যেদিন আহত হন, সেদিন নন্দীগ্রাম থেকে তাকে গ্রিন করিডোর করে সোজা নিয়ে আসা হয় এসএসকেএম হাসপাতালে।  কিন্তু এবার অভিযোগ, মুখ্যমন্ত্রীর মেডিক্যাল রিপোর্ট সরানোর চেষ্টা হয়েছে খোদ এসএসকেএম হাসপাতালের অন্দর থেকে। খবর সামনে আসতেই তীব্র চাঞ্চল্য শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

অন্যদিকে মুখ্যমন্ত্রীর আহত হওয়া থেকে শুরু করে হাসপাতালে যাওয়া পর্যন্ত সবকিছু নিয়েই প্রশ্ন তোলে বিরোধীরা। এরই মধ্যে এবার এসএসকেএম হাসপাতালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যাবতীয় মেডিকেল রিপোর্ট চুরির চেষ্টার খবর সামনে এলো। সূত্রের খবর, হাসপাতালের দুই কর্মী এই ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা জানা যাচ্ছে। 

ইতিমধ্যেই এসএসকেএম হাসপাতালের সুপার পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন। সূত্রের খবর, গত শুক্রবার এসএসকেএমের ওয়ার্ডের সাড়ে 12 নম্বর থেকে কেবিন থেকে মুখ্যমন্ত্রীর যাবতীয় চিকিৎসাজনিত নথি রেকর্ড রুমে নিয়ে যাওয়ার সময় নজরে আসে হাসপাতালের দুই কর্মী ঐ মেডিক্যাল রিপোর্টগুলির ছবি তোলার চেষ্টা চালাচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিষয়টি নজরে আসে অন্যান্য সিনিয়র কর্মীদের। সঙ্গে সঙ্গে তাঁরা রে রে করে তেড়ে যান। কর্মীদের ছবি তুলতে বারণ করা হয়। কিন্তু প্রশ্ন উঠেছে, রিপোর্ট রুমে কাগজ নিয়ে যাওয়ার সময় কেন সেসবের ছবি তোলার প্রয়োজন পড়লো? এই ঘটনার পেছনে রয়েছে কি কোনো রাজনৈতিক অভিসন্ধি? এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় হুইলচেয়ারে করেই প্রচার চালাচ্ছেন।

 কিন্তু তা নিয়ে বিরোধীরা কটাক্ষ করতে ছাড়ছেন না। তারই মধ্যে হাসপাতাল থেকে নথি চুরির ঘটনা প্রকাশ্যে আসতেই নানান কথা শোনা যাচ্ছে। অন্যদিকে এসএসকেএমের সুপার ইতিমধ্যেই জানিয়েছেন, ঘটনায় ধৃত দুই কর্মীকে এ ব্যাপারে প্রশ্ন করা হচ্ছে। তবে ধৃতরা জানিয়েছে, মুখ্যমন্ত্রীর ব্যাপারে শুধুমাত্র কৌতুহলজনিত কারণে তাঁরা নথিপত্রের ছবি তোলার চেষ্টা চালিয়েছে। কিন্ত এ যুক্তি মোটেই বিশ্বাসযোগ্য মনে করছেনা হাসপাতাল কর্তৃপক্ষ। 

জানা গিয়েছে, দুই কর্মীর বিরুদ্ধে অন্য কোনো রকম অভিসন্ধির প্রমাণ পেলে তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, তৃণমূল নেত্রীর হুইলচেয়ারে প্রচার নিয়ে ব্যাপক বিতর্ক চলছে রাজ্যজুড়ে। বিরোধীরা একের পর এক কটাক্ষে তাঁকে বিদ্ধ করছেন। এই অবস্থায় এসএসকেএম হাসপাতালে খোদ মুখ্যমন্ত্রীর মেডিকেল রিপোর্ট সরানো নিয়ে যে ঘটনা সামনে এসেছে তা নিয়ে কিন্তু আগামী দিনে বড়োসড়ো জলঘোলা হবে। ভোটের আবহে কি তাহলে সামনে আসছে নতুন কোন রহস্য?

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!