এখন পড়ছেন
হোম > অন্যান্য > ‘ইসলামের’ জন্য বড়সড় সিদ্ধান্ত নিতে চলেছেন একদা বহু পুরুষের হৃদয়ে ঝড় তোলা সানা খান!

‘ইসলামের’ জন্য বড়সড় সিদ্ধান্ত নিতে চলেছেন একদা বহু পুরুষের হৃদয়ে ঝড় তোলা সানা খান!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – মানুষের জীবন যে অনিত্য, সেখানে জন্ম মৃত্যু সব কিছুকে ছড়িয়ে যে অধিষ্ঠিত রয়েছেন এক পরম পুরুষ, সেকথা আলাদা করে বলে দিতে হয় না। ধর্ম মানুষকে সেই পথে চালিত করে জীবনের পরম লক্ষ্যে পৌঁছে দিতে সাহায্য করে। তাই বলা হয়, উপাসনা মানুষের নিত্যকর্ম। এর মাধ্যমে সে জীবনের কাঙ্খিত লক্ষ্যে পোঁছে যাবে। আমাদের জীবনে এমন অনেক মানুষকেই দেখা যায় যে এই পরম সত্য উপলব্ধি করে মানুষ অর্থ সম্পত্তি ত্যাগ করে জীবনের আসল উদ্দেশ্য অন্বেষণে বেরিয়ে পড়েছেন।

সম্প্রতি এমনই ঘটনা ঘটেছে বলিউডে। জানা গেছে, ধর্মের পথ অনুসরণ করার জন্য এবার বলিউড ত্যাগ করতে চলেছেন প্রাক্তন ‘বিগ বস’ প্রতিযোগী সানা খান। এদিন নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে গ্ল্যামার জগৎ ছাড়ার কথা ঘোষণা করতে দেখা গেছে তাঁকে। সেই সঙ্গে এই ঘটনা আবারও মনে করিয়ে দিয়েছে, ‘দঙ্গল’ খ্যাত জায়রা ওয়াসিমের কথা। প্রিয়াঙ্কা চোপড়া, ফারহান আখতারের সঙ্গে ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’-এর শুটিং শেষ করার পরই তিনিও এভাবেই গ্ল্যামার জগত ছাড়ার কথা ঘোষণা করেছিলেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন, ইনস্টাগ্রামে একটি দীর্ঘ বার্তা দিয়ে সানা জানান, বহু বছর ধরে তিনি বিনোদন জগতে রয়েছেন। এখানে যে খ্যাতি, অর্থ, সম্মান পেয়েছেন তার জন্য তিনি কৃতজ্ঞ। কিন্তু কিছুদিন ধরেই তাঁর মনে হচ্ছে এই খ্যাতি আর অর্থ উপার্জনের কি প্রয়োজন? চাইলে যেকোনও সময় মৃত্যু আসতে পারে তাঁর। তাই তাঁর মনে হয় সকলের এ বিষয়ে ভাবা উচিত। তাই মানবিকতার খাতিরে, নিজের প্রিয়জনদের জন্য বাঁচা উচিত।

তিনি নাকি উপলব্ধি করেছেন যে জীবন-মৃত্যুর এই দোটানাই শুধু জীবনই উদ্দেশ্য নয়। জীবনে মানুষের জন্য অনেক কিছু করার আছে। তাই বলিউড ছেড়ে ধর্ম সাধনার পথকেই বেছে নিতে চান তিনি। তাই তিনি সকলের কাছে অনুরোধ করেছেন যে কেউ যেন তাঁকে আর পুরনো পেশায় ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা না করেন। প্রসঙ্গত উল্লেখ্য, সানা খান একজন ভারতীয় অভিনেত্রী, মডেল ও নৃত্যশিল্পী হিসেবে পরিচিত। মডেলিং দিয়ে তিনি তাঁর কেরিয়ার শুরু করেছিলেন এবং বিজ্ঞাপন এবং ফিচার ফিল্ম সহ অনেক ক্ষেত্রে তিনি কাজ করেছেন বলে জানা যায়।

তিনি হিন্দি, মালায়ালাম, তামিল, কন্নড় এবং তেলেগু ভাষার চলচ্চিত্র, টিভি বিজ্ঞাপন করেছেন। সেই সঙ্গে তাঁকে বিভিন্ন শোতে বিশেষ উপস্থিতি, ছবিতে বিশেষ ক্ষেত্রে নৃত্য পরিবেশন এবং একটি টেলিভিশন শোতে উপস্থিত থাকতেও দেখা গেছে। তিনি ৫ টি ভাষায় ১৪ টি ছবিতে অভিনয় করেছেন এবং ৫০ টিরও বেশি বিজ্ঞাপন করেছেন বলে জানা যায়। তিনি ২০১২ সালে রিয়েলিটি শো বিগ বসের প্রতিযোগী ছিলেন এবং ফাইনালিস্ট হন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!