এখন পড়ছেন
হোম > রাজনীতি > ধর্মের নিরিখে হবে এবারের নির্বাচন! নাকি শেষ কথা বলবে উন্নয়ন!

ধর্মের নিরিখে হবে এবারের নির্বাচন! নাকি শেষ কথা বলবে উন্নয়ন!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ধর্ম নাকি উন্নয়ন! 2021 এর বিধানসভা নির্বাচনে কি শেষ কথা বলবে, সেটাই এখন যেন লাখ টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। ধর্ম দিয়ে বিভাজন করা হচ্ছে এই অভিযোগ বিজেপির বিরুদ্ধে তুলতে শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে উন্নয়নের স্বপক্ষে আওয়াজ তুলতে দেখা যাচ্ছে তাকে। তবে ধর্মকে সঙ্গী করে রাজ্যে উন্নয়ন বলতে কিছুই হয়নি বলে পাল্টা অভিযোগ করতে শুরু করেছে ভারতীয় জনতা পার্টি।

স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির লড়াই অপেক্ষা এখন তা ধর্ম বনাম উন্নয়নের লড়াই হয়ে দাঁড়িয়েছে বলেই দাবি করছেন বিশেষজ্ঞরা। আর সেই লড়াইয়ে কার জয় হয়, এটাই এখন দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, গত লোকসভা নির্বাচনে হিন্দুত্বের হাওয়ার মধ্যে দিয়ে দ্বিতীয়বারের জন্য কেন্দ্রে ক্ষমতা দখল করেছে ভারতীয় জনতা পার্টি, এই অভিযোগ বিরোধীদের দীর্ঘদিনের।

শুধু তাই নয়, বাংলাতে বিজেপির দুজন সাংসদ হলেও, তা বেড়ে হয়েছে 18 জন। আর বিজেপি বাংলা থেকে এত আসন দখল করার পরেই কার্যত চাপ বাড়তে শুরু করেছে তৃণমূল কংগ্রেসের ওপর। 2021 এর বিধানসভা নির্বাচনে বিজেপি বাংলার ক্ষমতা দখল করার জন্য ইতিমধ্যেই সমস্ত রণনীতি সাজাতে শুরু করেছে। আর এই পরিস্থিতিতে তৃনমূলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে, বিজেপি ক্ষমতায় আসলে রাজ্যের সর্বধর্ম সমন্বয়ের ঐক্য নষ্ট হবে। উন্নয়ন ব্যাহত হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু বিজেপি দাবি করছে, রাজ্যে উন্নয়ন বলতে কিছুই হয়নি। তারা ক্ষমতায় আসলে সব ধর্ম প্রাধান্য পাবে। আর এই পরিস্থিতিতে কার্যত যত দিন যাচ্ছে, ততই ঘোরালো হয়ে উঠছে বঙ্গ রাজনীতি। পর্যবেক্ষকরা বলছেন, যে দলই ক্ষমতায় আসুক, মানুষ চায় শান্তি এবং শৃঙ্খলা নিয়ে বাস করতে। এক্ষেত্রে ধর্মে-ধর্মে বিভাজন যেমন কাম্য নয়, ঠিক তেমনই কাম্য নয় অনুন্নয়ন। কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে যুযুধান দুই পক্ষ অর্থাৎ তৃণমূল এবং বিজেপির লড়াই ধর্ম বনাম উন্নয়নের হয়ে দাঁড়িয়েছে। আর এই লড়াইয়ে শেষ পর্যন্ত কাকে বেছে নেয় বাংলার মানুষ, সেটাই দেখার বিষয়।

একাংশ বলতে শুরু করেছেন, তৃতীয়বারের জন্য  ক্ষমতা দখল করতে ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে জোরদার জনসংযোগ করা হচ্ছে। পাল্টা জনসংযোগের পথ বেছে নিয়েছে ভারতীয় জনতা পার্টি। যার ফলে একাংশ কার্যত নিশ্চিত, এবার এই দুই দলের মধ্যেই প্রধান লড়াই হতে চলেছে। কিন্তু সেই লড়াইটা কোন ইস্যু নিয়ে হয়, সেটাই সবথেকে বড় বিষয়। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!