এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > ধর্মীয় বিদ্বেষ সৃষ্টির অভিযোগ, হেভিওয়েট গ্রেপ্তার হতেই ব্যাকফুটে বিজেপি!

ধর্মীয় বিদ্বেষ সৃষ্টির অভিযোগ, হেভিওয়েট গ্রেপ্তার হতেই ব্যাকফুটে বিজেপি!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-এমনিতেই বিরোধীদের পক্ষ থেকে মাঝেমধ্যেই বিজেপির বিরুদ্ধে সাম্প্রদায়িকতার অভিযোগ করা হয়। আর এবার গেরুয়া শিবিরের অস্বস্তি বাড়িয়ে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগ উঠল বিজেপির এক প্রাক্তন মুখপাত্রের বিরুদ্ধে। যে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে খাস দেশের রাজধানী দিল্লির বুকে। ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে সেই বিজেপির প্রাক্তন মুখপাত্র সহ আরও বেশ কয়েকজন ব্যক্তিকে এই গোটা ঘটনার জন্য গ্রেপ্তার করা হয়েছে। যার জেরে রীতিমতো টালমাটাল দিল্লি।

সূত্রের খবর, সম্প্রতি দিল্লির যন্তর মন্তরে একটি ধর্মীয় বিদ্বেষী স্লোগান দেওয়ার অভিযোগ ওঠে বিজেপির প্রাক্তন মুখপাত্র অশ্বিনী উপাধ্যায়ের বিরুদ্ধে। আর সেই ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই নানা মহলে প্রশ্ন তৈরি হয়। কেন এইভাবে স্লোগান দিয়ে উত্তেজনা সৃষ্টি করা হল, তা নিয়ে একাংশ সোচ্চার হতে শুরু করেন। আর এই পরিস্থিতিতে এবার গেরুয়া শিবিরের চাপ বাড়িয়ে সেই কর্মসূচিতে উপস্থিত বিজেপির প্রাক্তন মুখপাত্র অশ্বিনী উপাধ্যায়কে গ্রেপ্তার করল দিল্লি পুলিশ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে অশ্বিনী উপাধ্যায়ের বিরুদ্ধে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগ উঠলেও, তা সম্পূর্ণরূপে অস্বীকার করেছেন তিনি। এদিন এই প্রসঙ্গে বিজেপির এই প্রাক্তন মুখপাত্র বলেন, “ভিডিওতে যারা ধর্ম বিদ্বেষী স্লোগান দিচ্ছেন, আমি তাদের চিনি না।” পর্যবেক্ষকদের মতে, দিল্লি পুলিশের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়ার কারণে বিজেপির অস্বস্তি আরও কিছুটা বৃদ্ধি পেল। এমনিতেই সংসদের ভেতরে এবং বাইরে বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে বিজেপির বিরুদ্ধে সরব হয়েছে বিরোধীরা। আর এবার বিজেপির প্রাক্তন মুখপাত্র দিল্লির যন্তর মন্তরে উপস্থিত হয়ে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগে কাঠগড়ায় দাঁড়ালেন। যার জেরে বিরোধীরা বাড়তি মাইলেজ পেয়ে গেল বলেই মনে করছেন একাংশ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!