এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ‘ধর্ম জিতলে, মনুষ্যত্ব হেরে যাবে’ দলীয় প্রচারে গিয়ে বিজেপির বিরুদ্ধে সরব দেব!

‘ধর্ম জিতলে, মনুষ্যত্ব হেরে যাবে’ দলীয় প্রচারে গিয়ে বিজেপির বিরুদ্ধে সরব দেব!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – 2021 এর বিধানসভা নির্বাচনের লড়াই যেন ধর্মীয় মেরুকরণের লড়াই হয়ে দাঁড়িয়েছে। হিন্দু ভোট বিজেপির দিকে এবং সংখ্যালঘু ভোট তৃণমূলের দিকে থাকার সম্ভাবনা নিয়ে কার্যত দড়ি টানাটানি তৈরি হয়েছে দুই রাজনৈতিক দলের মধ্যে। তৃনমূলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে, বিজেপি সাম্প্রদায়িকতার বিষ ছড়াচ্ছে। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে, তৃণমূল একটি নির্দিষ্ট সম্প্রদায়কে খুশি রাখতে তোষনের রাজনীতি করছে।

আর এই পরিস্থিতিতে দুই দল একে অপরের বিরুদ্ধে যখন ধর্মীয় বিভাজনের অভিযোগ করতে তৎপর, ঠিক তখনই প্রকাশ্য সভা থেকে ধর্ম নয়, মনুষত্বকে জয়লাভ করানোর আবেদন করতে দেখা গেল ঘাটালের তৃণমূল সাংসদ তথা বিশিষ্ট অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব কে। যা বর্তমান সময়ে রাজনৈতিক লড়াইয়ের পাশাপাশি ধর্মীয় লড়াইয়ের মাঝে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

অর্থাৎ তৃণমূল সাংসদ এই কথা বলে বিজেপিকে পরাজিত করার আহ্বান জানিয়ে সকল সম্প্রদায়ের মানুষকে এককাট্টা হওয়ার কথা বলে মনুষ্যত্বকে জয়লাভ করানোর বার্তা দিলেন।সূত্রের খবর, বুধবার দুপুরে শান্তিপুরের তৃনমূল প্রার্থীর সমর্থনে একটি জনসভায় উপস্থিত তৃণমূল সাংসদ দেব। যেখানে পাবলিক লাইব্রেরী ময়দানের জনসভায় থেকে এই ব্যাপারে ধর্ম নিয়ে রাজনীতি হচ্ছে বলে অভিযোগ করেন হেভিওয়েট এই তৃণমূল সাংসদ।

তিনি বলেন, “এখন পুরোটাই ধর্ম নিয়ে রাজনীতি করা হচ্ছে। আপনারা যাকে ইচ্ছা ভোট দেবেন, সেটা আপনাদের গণতান্ত্রিক অধিকার। কিন্তু মাথায় রাখবেন, ধর্মের হাত শক্ত করবেন না। ধর্ম জিতলে মনুষ্যত্ব হেরে যাবে। আর মানুষ যদি যেতেন, তাহলে ধর্ম বেঁচে থাকবে, বাংলা বেঁচে থাকবে, আমাদের দেশ বেঁচে থাকবে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অর্থাৎ নেত্রীর পথ অনুসরণ করে বিশিষ্ট অভিনেতা তথা সাংসদ বুঝিয়ে দিলেন, সকল সম্প্রদায়ের মানুষ যদি ভালো থাকতে চান, তাহলে একটি সম্প্রদায়ের ভালো করা দলকে কোনোভাবেই সমর্থন করবেন না। অর্থাৎ এক্ষেত্রে নাম না করে বিজেপিকে আক্রমণ করার চেষ্টা করলেন এই তৃণমূল সাংসদ বলেই দাবি একাংশের।পর্যবেক্ষকদের মতে, মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি জনসভাতেই উপস্থিত হয়ে দাবি করছেন, বিজেপি বিভাজনের রাজনীতি করছে।

শুধু তাই নয়, গেরুয়া শিবিরের বিরুদ্ধে সরব হয়ে বাংলা ভাগের অভিযোগ করতেও দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। আর এই পরিস্থিতিতে তৃণমূল দলের গুরুত্বপূর্ণ সংসদ তথা বিশিষ্ট অভিনেতা দেবের মনুষ্যত্বকে জয়লাভ করানোর আহবান জানিয়ে ধর্মকে পরাজিত করার বার্তা দিয়ে তৃণমূল প্রার্থীকে জয়লাভ করার ব্যাপারটি তুলে ধরা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!