এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > ধর্ম নিয়ে রাজনীতি নয়, দক্ষিনেশ্বর থেকে সম্প্রীতির বার্তা মমতার!

ধর্ম নিয়ে রাজনীতি নয়, দক্ষিনেশ্বর থেকে সম্প্রীতির বার্তা মমতার!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- তিনি যে সকল ধর্মকে আপন করে নিতে পারেন, তা বারবার স্পষ্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার ক্ষেত্রেও সকলকে শান্তি বজায় রাখার বার্তা দিয়েছেন তিনি। তবে সাম্প্রতিক কালে বেশ কিছু ক্ষেত্রে হিংসার ঘটনা সামনে এসেছে। আর এই পরিস্থিতিতে ধর্ম নিয়ে যে কোনোভাবেই রাজনীতি বরদাস্ত করা হবে না, তা স্পষ্ট করে দিলেন বাংলার প্রশাসনিক প্রধান।

সূত্রের খবর, এদিন দিল্লি থেকে ফিরেই দক্ষিণেশ্বরের একটি অনুষ্ঠানে যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই বক্তব্য রাখতে গিয়ে ধর্ম নিয়ে অশান্তি বরদাস্ত নয় বলে জানিয়ে দেন তিনি। এদিন এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “ধর্ম নিয়ে রাজনীতি করা উচিত নয়। ধর্ম নিয়ে অশান্তি সাধারণ মানুষ করে না। কিছু রাজনৈতিক নেতা এই অশান্তি ছড়ায়। বাংলা কারও কাছে ভিক্ষে চায় না।” বিশেষজ্ঞদের মতে, পয়াগম্বর নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, তার ফলে রাজ্যের বিভিন্ন প্রান্ত উত্তপ্ত হয়ে উঠেছিল। আর এই পরিস্থিতিতে দক্ষিণেশ্বর থেকে সকলকে শান্তি বজায় রাখার কথা বলে সহিষ্ণুতার বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!