এখন পড়ছেন
হোম > রাজ্য > ধেয়ে আসছে ঘূর্ণিঝড় জাওয়াদ! দঃবঙ্গের কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস !

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় জাওয়াদ! দঃবঙ্গের কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস !


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  শীতের শুরু হতে না হতেই রাজ্যে শীতের পথের কাঁটা হয়ে দাঁড়ালো ঘূর্ণিঝড় জাওয়াদ ইতিমধ্যে বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় জাওয়াদ । এই জেরে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই দুর্যোগের আশঙ্কা করা হচ্ছে । হাওয়া অফিস থেকে জানা জানা যাচ্ছে  আগামী শনিবার থেকে  ঘণ্টায় 90 থেকে 100 কিলোমিটার বেগে উড়িষ্যা ও অন্ধ্র প্রদেশ উপকূলে এই ঘূর্ণিঝড় জাওয়াদ আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে  ।  যদিও বঙ্গে শনিবারের আগেই তার প্রভাব পড়বে বলে মনে করছে হাওয়া অফিস ।  আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে যে আগামী শুক্রবার থেকে দক্ষিণ বঙ্গের জেলা গুলি রয়েছে সেগুলোতে আকাশে  থাকবে মেঘ জমে  এমনকি উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সেই সঙ্গে আগামী শনিবার থেকেই বাড়বে বৃষ্টির পরিমাণ তবে শনিবারে দুই মেদিনীপুর দুই 24 পরগনা, ঝাড়গ্রাম এই জেলা গুলিত  ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সর্তকতা জারি করেছে আবহাওয়া অফিসের পক্ষ থেকে।  বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহর কলকাতা হাওড়া হুগলিতেও । যদিও উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে  50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে এর ফলে দিনভর বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।  আগামী রবিবারেও দক্ষিণ বঙ্গের সমস্ত জেলাতে বৃষ্টি হবে ।  শুক্রবার থেকেই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে সেই সঙ্গে আরও জানানো হয়েছে যারা এই মুহূর্তে সমুদ্রের রয়েছেন তারা যেন দ্রুত ফিরে আসেন ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!