এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > দুই কেন্দ্রের প্রার্থী বদল করে 13 টি আসনের প্রার্থী ঘোষণা বিজেপির, জেনে নিন

দুই কেন্দ্রের প্রার্থী বদল করে 13 টি আসনের প্রার্থী ঘোষণা বিজেপির, জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি বিজেপির পক্ষ থেকে প্রার্থী ঘোষণা করা হলেও বেশ কিছু আসনে প্রার্থীদের নাম ঘোষণা না করায় তীব্র কৌতুহল তৈরি হয়েছিল। তবে বেশিরভাগ আসনে প্রার্থী ঘোষণা করে দেওয়া হলেও চৌরঙ্গী থেকে শুরু করে কাশিপুর-বেলগাছিয়া বিধানসভা কেন্দ্রের প্রার্থী নিয়ে তৈরি হয়েছিল জল্পনা। যেখানে এই দুই কেন্দ্রে যাদের প্রার্থী করা হয়েছে, তাদের সাথে আলোচনা না করেই তাদের টিকিট দেওয়া হয়েছে বলে বিস্ফোরক অভিযোগ সামনে আসে।

যেখানে চৌরঙ্গী বিধানসভা কেন্দ্রে প্রয়াত প্রাক্তন প্রদেশ কংগ্রেসের সভাপতির স্ত্রী শিখা মিত্রকে প্রার্থী করে ভারতীয় জনতা পার্টি এবং কাশিপুর বেলগাছিয়া বিধানসভা কেন্দ্রে তৃণমূলের বিদায়ী বিধায়ক মালা সাহার স্বামী তরুণ সাহাকে প্রার্থী গেরুয়া শিবির। কিন্তু তাদের আপত্তির কারণেই এবার এই দুই কেন্দ্রে প্রার্থী বদল করল ভারতীয় জনতা পার্টি। পাশাপাশি সারা রাজ্য জুড়ে মোট 13 টি আসনে প্রার্থী ঘোষণা করল গেরুয়া শিবির।

সূত্রের খবর, চৌরঙ্গী বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হচ্ছেন দেবব্রত মাঝি এবং কাশিপুর বেলগাছিয়া বিধানসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী করা হচ্ছে শিবাজী সিংহ রায়কে। এছাড়াও যে সমস্ত আসনে বিজেপির পক্ষ থেকে প্রার্থী ঘোষণা করা হয়নি, সেখানেও এদিন প্রার্থী তালিকা ঘোষণা করে দেওয়া হয়। যার মধ্যে রয়েছে গাইঘাটা বিধানসভা কেন্দ্র। যেখানে প্রার্থী হয়েছেন মতুয়া মহাসঙ্ঘের অন্যতম সদস্য সুব্রত ঠাকুর। এছাড়াও বিধানসভা কেন্দ্র থেকে বিদায়ী বিধায়ক বিশ্বজিৎ দাসকে প্রার্থী করেছে ভারতীয় জনতা পার্টি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে উত্তরবঙ্গের বালুরঘাট বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী করা হয়েছে বিশিষ্ট অর্থনীতিবিদ অশোক লাহিড়ীকে। বস্তুত, এই অশোকবাবুকে আগে আলিপুরদুয়ার বিধানসভা কেন্দ্রের প্রার্থী করা হয়েছিল। কিন্তু তারপরেই সেখানকার নেতাকর্মীরা আপত্তি তুলতে শুরু করেন। যার জেরে সেই কেন্দ্রের প্রার্থী বদল করে ভারতীয় জনতা পার্টি।

আর এবার সেই অশোকবাবুর মত হেভিওয়েট অর্থনীতিবিদকে বালুরঘাটে প্রার্থী করে দিল গেরুয়া শিবির। এছাড়াও পাহাড়ের তিন আসনে নিজেদের প্রার্থী ঘোষণা করল গেরুয়া শিবির। অর্থাৎ যে সমস্ত আসনের প্রার্থী ঘোষণা করা বাকি ছিল, এবার সেখানেও প্রার্থী ঘোষণা করে দিল ভারতীয় জনতা পার্টি। বিশ্লেষকরা বলছেন, বিজেপি তাদের সঠিক মুখ খুঁজে পাচ্ছে না।

তাই প্রার্থী তালিকা নিয়ে তাদের এত দেরি হচ্ছে বলে তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল। তবে দফায় দফায় বিজেপির পক্ষ থেকে প্রার্থী তালিকা ঘোষণা করার পর বিভিন্ন জায়গায় তৈরি হয় বিদ্রোহ। আর এবার বেশ কিছু আসনে অদলবদল করে নিজেদের প্রার্থী তালিকা প্রকাশ করে দিল ভারতীয় জনতা পার্টি। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!