এখন পড়ছেন
হোম > জাতীয় > ডায়মন্ডহারবার মডেলের সাফল্য তুলে ধরতেই তৃণমূলকে প্রবল কটাক্ষ কেন্দ্রীয় বিজেপি নেতার

ডায়মন্ডহারবার মডেলের সাফল্য তুলে ধরতেই তৃণমূলকে প্রবল কটাক্ষ কেন্দ্রীয় বিজেপি নেতার


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সফল হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ডহারবার মডেল। ডায়মন্ডহারবার মডেলের সাফল্যের কথা তুলে ধরে ফেসবুক পোস্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের পক্ষ থেকে বারবার তুলে ধরা হয়েছে, ডায়মন্ডহারবার মডেলের সাফল্যের খাতিয়ান। এই পরিস্থিতিতে ডায়মন্ডহারবার মডেল নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন, বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য। তিনি অভিযোগ করেছেন, ডায়মন্ড হারবারে সমান্তরাল প্রশাসন চলছে।

সম্প্রতি ডায়মন্ড হারবারে করোনা পরিস্থিতি নিয়ে প্রতিদিন খবর পাঠাচ্ছে তৃণমূলের মিডিয়া সেল। সেখানে দিনে কতজনকে করোনা পরীক্ষা করানো হচ্ছে? কতজন আক্রান্ত? কতজনকে ভ্যাকসিন দেয়া হয়েছে? এই সমস্ত বিষয়ে সেখানে জানানো হচ্ছে। আর তা বিস্তারিতভাবে জানানো হচ্ছে সংবাদমাধমে। এই ইস্যুতে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রবল কটাক্ষ করেছেন অমিত মালব্য।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অমিত মালব্য জানিয়েছেন, প্রধানমন্ত্রীকে উপর্যুপরি চিঠি লেখার পূর্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখে নেয়া উচিত যে, ডায়মন্ড হারবারে কিভাবে সমান্তরাল প্রশাসন চলছে? স্বাস্থ্যদপ্তর এই অভিযোগ উড়িয়ে দিলেও, এই লোকসভা কেন্দ্রের বুলেটিন পৃথক করে প্রতিদিন গণমাধ্যমে পাঠানো হচ্ছে। যা থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে সমগ্র বাংলার করোনা পরিস্থিতির ছবি কতটা খারাপ।

এভাবে ডায়মন্ডহারবার মডেল নিয়ে রাজ্যের শাসক দলকে তীব্র কটাক্ষ করেছেন অমিত মালব্য। অন্যদিকে, একাধিক বিরোধী নেতৃত্ব অভিযোগ করেছেন, ডায়মন্ডহারবার মডেল পরিষ্কার করে দিচ্ছে যে, রাজ্যের অন্যত্র স্বাস্থ্য পরিষেবার হাল কতটা খারাপ। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী জানিয়েছিলেন, একদিনে যদি ডায়মন্ড হারবারে ৫৩ হাজার করোনা টেস্ট করা যেতে পারে, তাহলে বাকি ৪১ টি লোকসভা কেন্দ্রে সেটা কেন করা হচ্ছে না? অন্যদিকে বামপন্থী নেতা সুজন চক্রবর্তী জানিয়েছেন, একটি কেন্দ্রে যদি ৫৩ হাজার করোনা পরীক্ষা করা হয়। তবে সমস্ত কেন্দ্র ধরে কম বেশি ২১ লক্ষ্য করোনা পরীক্ষা হওয়া উচিত কিন্তু সেটা হচ্ছে না।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!