এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ডায়মন্ডহারবারের সভা থেকে শুভেন্দু অধিকারী ও বিজেপি দলকে তীব্র কটাক্ষ অভিষেকের

ডায়মন্ডহারবারের সভা থেকে শুভেন্দু অধিকারী ও বিজেপি দলকে তীব্র কটাক্ষ অভিষেকের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে জনসভা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ডায়মন্ডহারবারের কেল্লার মাঠে রয়েছে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা। প্রসঙ্গত, গত ১০ ই ডিসেম্বরে ডায়মন্ডহারবার সভা করেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। সভায় উপস্থিত হবার সময় তাঁর কনভয়ে হামলা করা হয়েছিল। যে ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছিল রাজনীতি। আজ সেখানেই সভা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকের জনসভা থেকে শুভেন্দু অধিকারী ও বিজেপিকে প্রবল কটাক্ষ করলেন ও হুঁশিয়ারি দিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

ডায়মন্ড হারবারের জনসভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানালেন যে, স্বাধীনতা যুদ্ধের থেকেও ভয়ংকর হতে চলেছে আগামী বিধানসভা নির্বাচনের লড়াই। তিনি জানালেন, বাংলাকে কখনোই নরেন্দ্র মোদির হাতে তুলে দেয়া হবে না। দিল্লি থেকে কখনোই বাংলা চালাতে দেওয়া হবে না। তিনি চ্যালেঞ্জ করলেন যে, যদি ক্ষমতা থাকে তবে ডায়মন্ড হারবার জিতে দেখাক বিজেপি। তিনি জানালেন যে, দক্ষিণ ২৪ পরগনার একটি বিধানসভা আসনেও জয়লাভ করবে না বিজেপি। ৩১ টি আসনেই জয় পাবে তৃণমূল। ডায়মন্ড হারবারের ৭টি আসনেই জিতবে তৃণমূল। কোন আসনেই পদ্মফুল ফুটবে না বলে হুঙ্কার দিলেন তিনি।

তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জানালেন যে, পদ্মফুল ৪ দিনে শুকিয়ে গেলেও ঘাসফুলকে যত কাটা যায়, ততই তা বাড়ে। তিনি জানালেন যে, ৪ জন নেতাকে বিজেপিতে নিয়ে গেলেও, শেষ হয়ে যাবে না তৃণমূল দল। তিনি বলেন যে, যারা তৃণমূল ছেড়ে বিজেপিতে গেছেন, একসময় তারাই বলেছেন যে, বিজেপি হাটাও, দেশ বাঁচাও। এখন তাঁরা কথা বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে নিয়ে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সরাসরি নাম না করেও শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে তিনি জানালেন যে, অমিত শাহ যদি তাঁর দাদা হয়, তবে ভাইপো কে? এ প্রসঙ্গে তিনি জানালেন, ” এত প্রেম? অমিত শাহ তোমার দাদা… ও দাদা হলে ভাইপো কে? ২০১৪ সাল থেকে অমিত শাহর সঙ্গে যোগাযোগ রয়েছে, করোনায় ৮০ শতাংশ লোক উপসর্গহীন, আমাদের দলেও কিছু উপসর্গহীন বেইমান ছিল…তাদের সনাক্ত করেছি। ”

প্রসঙ্গত, ইতিপূর্বে শুভেন্দু অধিকারী তাঁকে তোলাবাজ বলে কটাক্ষ করেছিলেন। এর জবাবে তিনি জানালেন যে, তিনি তোলাবাজি করেছেন, এটা যদি প্রমাণ করতে পারে কেউ, তবে, তিনি ফাঁসির মঞ্চে উঠতেও রাজি আছেন। তিনি অভিযোগ করলেন যে, নারদায় টাকা নিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তাহলে তোলাবাজ কে? তিনি জানালেন যে, সারদা, নারদায় তাঁর নাম নেই, ইডি, সিবিআই তাঁকে কিছু করতে পারবে না। অভিযোগ না প্রমাণ করে দেখাক যে, তিনি তোলাবাজি করেছেন। যদি প্রমাণ করতে পারেন, তবে তিনি ফাঁসির মঞ্চে উঠতে রাজি আছেন।

তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করলেন যে, ডায়মন্ডহারবারের উন্নয়ন দেখে হিংসা করছেন অনেকে। অনেকে হিংসা করছেন ডায়মন্ড হারবারে কাজ বেশি হয়েছে বলে। তাঁরাই যোগ দিচ্ছেন বিজেপিতে। কেন্দ্রীয় বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়কে তিনি বহিরাগত ও বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে তিনি গুন্ডা বলে কটাক্ষ করলেন।

অন্যদিকে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার কনভয়তে হামলা প্রসঙ্গে তিনি জানালেন যে, কেন্দ্রের জনবিরোধী নীতির কারণেই কেউ ইট ছুঁড়েছিলো জে পি নাড্ডার গাড়িতে। তিনি কটাক্ষ করেছেন যে, বিজেপির সভাতে লোক হয়নি, এটাকে ঢাকতেই বিজেপি হামলার গল্প তৈরি করেছে। আবার কেউ যদি ইট মেরে থাকে, তবে তা কেন্দ্রের জন বিরোধী নীতির কারণেই মেরেছে। তিনি অভিযোগ করেছেন যে, রাজ্য সাধারণ মানুষকে যতটা সাহায্য করতে পারতো, কেন্দ্রীয় সরকার রাজ্যের সেই ক্ষমতা কেড়ে নিয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!